Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৭ নভেম্বর, ২০১৯ ১৭:০৫

'ব্র্যাড পিট'কে বিয়ে করলেন ত্রিশা পেটাস!

অনলাইন ডেস্ক

'ব্র্যাড পিট'কে বিয়ে করলেন ত্রিশা পেটাস!

গত ২৫ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় নিজের এনগেজমেন্টের কথা ঘোষণা করেছিলেন মার্কিন ইউটিউবার ও মিডিয়া ব্যক্তিত্ব ত্রিশা পেটাস। কিন্তু সে সময় বরের নাম প্রকাশ করেননি। মঙ্গলবার লাস ভেগাসে নিজের মনের মানুষকে বিয়ে করেন পেটাস। সেই অনুষ্ঠানের ভিডিও প্রকাশের পর এবার জানা গেল তার বরের পরিচয়।

আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, বিখ্যাত হলিউড অভিনেতা ব্র্যাড পিটকে বিয়ে করেছেন পেটাস। তবে রক্ত মাংসের ব্র্যাড পিটকে বিয়ে করা হয়নি পেটাসের। মঙ্গলবার কনে সেজে তিনি বিয়ে করেছেন ব্র্যাড পিটের কাট আউটকে। সেই বিয়েতে উপস্থিত ছিলেন পেটাসের মা। এই বিয়ে করার পর পেটাস বলেছেন, ‘‘আমি কখনও ভাবিনি এমন একজনকে বিয়ে করব, যে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না।’’ 

বিয়ের সেই ভিডিও:

বিডি-প্রতিদিন/মাহবুব

 


আপনার মন্তব্য