বলিউডের তারকা সন্তানরা ঠিক কবে অভিনয় জগতে পা রাখবেন এই নিয়ে জল্পনা চলতেই থাকে। সারা আলি খান, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুররা ইতিমধ্যেই বলিউডে পা রেখে ফেলেছেন। এবার জল্পনা শাহরুখ পুত্র আরিয়ান খান, মেয়ে সুহানা খান, সাইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের বলিউডের অভিষেক নিয়ে। এই তারকা সন্তানদের বাবারা বিখ্যাত হওয়ার দৌলতেই তাদের উপর খুব স্বাভাবিকভাবেই এই চাপ তৈরি হয়ে যায়।
যদিও ভবিষ্যতে আরিয়ান বা ইব্রাহিম কোন পেশা বেছে নেবেন সে বিষয়ে তারা এখনও কিছুই জানায়নি। তবে দর্শকরা এখন থেকেই তাদের পর্দায় দেখার অপেক্ষা করে রয়েছেন। সম্প্রতি সাইফ আলি খান পুত্র ইব্রাহিম আলি খানকে একটিম্যাগাজিনের প্রচ্ছদে দেখা যায় বড় বোন সারার সঙ্গে। সেখান থেকেই ইব্রাহিমের অভিনয় জগতে পা দেওয়ার জল্পনা আরও বেশকিছুটা বেড়ে গেছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ