১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১০:৪৪

সৌদি আরবে চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ১০৭ ছবি

অনলাইন ডেস্ক

সৌদি আরবে চলচ্চিত্র উৎসব, দেখানো হবে ১০৭ ছবি

'দ্য বুক অব সান' ছবির দৃশ্য

সৌদি আরবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল। ফিচার ও স্বল্পদৈর্ঘ্য মিলিয়ে মোট ১০৭টি ছবি এতে প্রদর্শিত হবে। উৎসবে স্থানীয় মেধাবী নির্মাতাদের গুরুত্ব দেয়া হবে।

সৌদি আরবের জেদ্দায় চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মার্চ, চলবে ২১ মার্চ পর্যন্ত। সেরা ফিচার ছবি, সেরা পরিচালক, সেরা চিত্রনাট্য, সেরা অভিনেতা ও অভিনেত্রী, চলচ্চিত্রে সেরা অবদানের জন্য পুরস্কৃত করা হবে উৎসবে। পুরস্কার দেয়া হবে ১৯ মার্চ। 

উৎসবে মূল বিচারকের দায়িত্ব পালন করবেন মার্কিন চলচ্চিত্র নির্মাতা ও লেখক অলিভার স্টোন। উৎসবের প্রথম দিন দেখানো হবে ফারিস ও সুহাইব গুদাস পরিচালিত 'দ্য বুক অব সান' ছবিটি। 
সূত্র: সৌদি গেজেট 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর