২ এপ্রিল, ২০২০ ১৭:৪৯

লকডাউন ভারতের টিভি পর্দায় ফের সিআইডি

অনলাইন ডেস্ক

লকডাউন ভারতের টিভি পর্দায় ফের সিআইডি

ফাইল ছবি

দীর্ঘ ২১ বছর ধরে চলার পর ২০১৮ সালে ভারতের জনপ্রিয় ধারাবাহিক টিভি শো ‘সিআইডি’র প্রচার বন্ধ হয়ে যায়। তখন শো’টির ভক্তদের বেশ মন খারাপ হয়েছিল। আনন্দের খবর হচ্ছে আবারও দেখানো হবে সিআইডি।

করোনাভাইরাসের আবহে মানুষকে ঘরের গণ্ডিতে রাখতে নানা উদ্যোগ নিচ্ছে ভারত। লকডাউন পরিস্থিতিতে সকলকে আনন্দে রাখতে পুরনোতে ভরসা রাখছে ভারতীয় টিভি চ্যানেলগুলো। এরই অংশ হিসেবে গতকাল বুধবার সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এর পুরনো পর্বগুলো দেখানোর ঘোষণাটি দেওয়া হয়। একইসঙ্গে আরও দুইটি জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘আহাত’ ও ‘ইয়ে উন দিনো কি বাত হ্যায়’র প্রচারের কথাও শোনা যাচ্ছে।

এপ্রিল থেকে প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা এবং রাত সাড়ে ১০টায় সিআইডি সনি টিভিতে প্রচার হবে। নানা ধরণের অপরাধ ও খুনের রহস্য উদঘাটনের গল্প নিয়ে নির্মিত ‘সিআইডি’র প্রতিটি পর্ব। 

ধারাবাহিকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতেন শিবাজী সতম, আদিত্য শ্রীবাস্তব ও দয়ানন্দ শেঠি। ১৯৯৭ সাল থেকে ধারাবাহিকটির ১৫০০ পর্ব প্রচার হয়েছে। ২০১৮ সালের ২৭ অক্টোবর ‘সিআইডি’র শেষ পর্ব টিভিতে প্রচারিত হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর