যত দিন যাচ্ছে ততই বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যমৃত্যুর তদন্ত আরও জটিল হচ্ছে। তদন্তে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য।
সুশান্তের মৃত্যুর পর তার বান্ধবী রিয়া চক্রবর্তী মর্গে দিয়ে ‘স্যরি বাবু’ বলেছিলেন। বিষয়টি খুবই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
এবার সে বিষয়টি খোলাসা করলেন রিয়া। তিনি জানান, সুশান্তের মৃত্যুর খবর এক বন্ধুর মাধ্যমে জানতে পারি। প্রথমে চুপ করে ছিলাম। কান্না পাচ্ছিল। কিছুই করে উঠতে পারিনি। পরে যখন ওর শেষকৃত্যে যেতে চাইলাম তখন শুনলাম, ওর পরিবার আমার নাম বাদ দিয়ে দিয়েছে।
রিয়া আরও বলেন, কিন্তু একবারও সুশান্তকে দেখতে পাব না? এই প্রশ্ন তাড়িয়ে বেড়াচ্ছিল। তাই মর্গে যাই।ওকে শেষবার প্রণাম করতে চেয়েছিলাম। একজন ভারতীয় জানে এই প্রণামের কী মানে!
‘স্যরি বাবু’ বলা নিয়ে যে এত বিতর্ক সে ব্যাপারে রিয়া বললেন, “কী বা বলতে পারতাম? এত গুণী মানুষের এই পরিণতি?তার জন্য ‘স্যরি’। তার মৃত্যু তো প্রহসন হয়ে গিয়েছে। সেজন্য ‘স্যরি’।ওর মৃত্যু নিয়ে গল্প লেখা হচ্ছে। সেজন্য স্যরি।”
এসব বলে কান্নায় ভেঙে পড়েন রিয়া। সূত্র: আনন্দবাজার
বিডি প্রতিদিন/কালাম