ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। দীর্ঘদিন ধরে তাদের সম্পর্কের টানাপোড়েন নিয়ে চলেছে নানা গুঞ্জন। এর মধ্যেই সম্প্রতি শাকিব খান ও তাদের একমাত্র সন্তান শেহজাদ খান বীরের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন বুবলী, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
বুবলীর পেজে সবশেষ শেয়ার করা আরও একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ছবিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিজনি ওয়ার্ল্ডের সামনে ছেলেকে আদরে জড়িয়ে ধরে আছেন শাকিব খান। দু’জনের চোখে সানগ্লাস, মুখে হাসি— চিত্রটি বাবা-ছেলের নিখাদ ভালবাসারই প্রতিচ্ছবি। ছবির ক্যাপশনে বুবলী লেখেন, ‘পৃথিবী ভ্রমণ, ডিজনি ওয়ার্ল্ড ফ্লোরিডা, আমেরিকা।’ সঙ্গে জুড়ে দেন একটি ভালোবাসার ইমোজি।ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক মাধ্যমে ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই বাবা-ছেলের সম্পর্কের প্রশংসা করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শাকিব ও বুবলী। তাদের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। যদিও বিয়ের খবর অনেক পরে প্রকাশ্যে আসে। এরপর থেকেই এই জুটির সম্পর্কে ফাটলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিভিন্ন সময় সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছেন, বুবলীর সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। তবে সন্তানের মা হিসেবে তাদের মধ্যে যোগাযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
বিডি-প্রতিদিন/শআ