সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়িকা শিল্পী। বর্তমানে বাসাতেই আইসোলেশনে আছেন শিল্পী।
গণমাধ্যমে শিল্পী জানান, শনিবার করোনা পরীক্ষায় আমি, আমার স্বামী ও দুই সন্তানের পজেটিভ ধরা পড়েছে। আমার স্বামী শেষ এক মাস ধরে অফিস করছে। করোনাটা মনে হয় সেই বহন করেছে।
১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান শিল্পী। নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী। ২০০১ সালের শেষের দিকে মুক্তি পায় তার শেষ ছবি।
বিডি প্রতিদিন/ফারজানা