ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন (ওয়াইবিসিএফ) বরাবরই বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও মানব কল্যাণের জন্য কাজ করে আসছে। গতকাল রাত ১০টা থেকে আজ ভোর ৬টা পর্যন্ত ফাউন্ডেশনের সদস্যরা রাস্তায় রাস্তায় ঘুমিয়ে থাকা সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
ওয়াইবিসিএফ’র সভাপতি মুনা চৌধুরী বলেন, ‘আমরা এবার মোট ২৭০০ কম্বল শুধু ঢাকাতেই বিতরণ করেছি। প্রতিবারের মতো এবারও প্রত্যন্ত অঞ্চলেও আমরা কম্বল বিতরণের কর্মসূচী অব্যাহত রাখবো।’ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক সীমা হামিদ বলেন, ‘সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম আমাদের অব্যহত থাকবে।’
ওয়াইবিসিএফ’র উপদেষ্টা মণ্ডলীর সদস্য অগ্রজ ও গুণীজন দিলারা জামান, শর্মিলী আহমেদ, সহ-সভাপতি এস আই টুটুল, ড. জমির আহমেদ, আঁখি আলমগীর, মাসুদা বিজলী, আমান রেজা, কাজী আসিফ রহমান, অবিদ রেহান, ফারহাতুল জান্নাত, সিন মিলন, পাভেল, পারসা, মোস্তফা ও রুহিসহ আরো অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক