ইউটিউবে ঝুঁকছে দেশের তারকারা। এরই মধ্যে নাটক-সিনেমা ও ক্রিকেট অঙ্গনের অনেকেই নিজেস্ব ইউটিউব চ্যানেলে খুলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীও।
গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজ থেকে ইউটিউবে যুক্ত হওয়ার কথা জানান দিয়েছেন তিনি। সেইসঙ্গে প্রথম ভিডিও হিসেবে ৪৫ সেকেন্ডের একটি ফটোশুট ক্লিপ আপলোড করেছেন। সেখানে আকর্ষণীয় লুকে ধরা দিয়েছেন বুবলী। নিজের ফেসবুক ও ইউটিউবে প্রকাশিত এই ভিডিও’র প্রশাংসা করছেন ভক্তরা।
এর আগে, খুব সম্প্রতি ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানও নিজের নামে ইউটিউবে চ্যানেল খুলেছেন। তিনি গেল বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধ থেকে শুভেচ্ছা বার্তা দিয়ে ইউটিউব যাত্রা শুরু করেন। এরপর নিজের ছবির শুটিংয়ের ভিডিও শেয়ার করেন সেখানে।
বিডি-প্রতিদিন/শফিক