২৮ ফেব্রুয়ারি, ২০২১ ১১:১৬

দক্ষিণ কোরিয়ায় ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে নেটফ্লিক্স

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ায় ৫০ কোটি ডলার বিনিয়োগ করছে নেটফ্লিক্স

'কিংডম: অশ্বিন অব দ্য নর্থ' এর দৃশ্য

দক্ষিণ কোরিয়ায় ৫ বছর ধরেই সরব যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং সেবাদানকারী ও প্রযোজনা প্রতিষ্ঠান নেটফ্লিক্স। এরইমধ্যে তারা ৭০ কোটি ডলার খরচ করেছে কোরিয়ার বিনোদনমূলক অনুষ্ঠানের ক্ষেত্রে। এবার চলতি বছরেই আরও ৫০ কোটি ডলার খরচের পরিকল্পনা করছে নেটফ্লিক্স। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের। 

কোরিয়ান ছবি ও নাটকের পিছে এ অর্থ ব্যয় করবে নেটফ্লিক্স। গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সিউলে আয়োজিত একটি অনুষ্ঠানে এমন ঘোষণা দেওয়া হয়েছে।

নেটফ্লিক্সের আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট কিম মিন-ইয়োং বলেছেন, এ বছর আমরা কোরিয়ার কন্টেন্টের ওপর ৫০ কোটি ডলার বিনিয়োগ করছি। দক্ষিণ কোরিয়ার আমাদের সাবস্ক্রিপশন ৩.৮ মিলিয়নে পৌঁছেছে। 

দক্ষিণ কোরিয়ার নেটফ্লিক্সের দুটি অরিজিনাল ছবি হতে যাচ্ছে অ্যাকশন ঘরানার 'কার্টার' ও রোমান্টিক ধাঁচের 'মোরাল সেন্স। এগুলো নির্মাণ করছেন জুং বিয়োং-গিল ও পার্ক হিউ-জিন। 

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর