শুটিংয়ে ফিরলেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। আজ শনিবার দুপুর থেকে পাবনার একটি রিসোর্টে তার নতুন ছবি ‘অন্তরাত্মা’র শুটিং শুরু হয়েছে। সেখানে প্রথম দিনে অফিস দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন জনপ্রিয় এই নায়ক।
ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার চিত্রনায়িকা দর্শনা বণিক। জানা গেছে, সিনেমাটির শুটিংয়ে জন্য তিন সপ্তাহ পাবনায় অবস্থান করবেন শাকিব। সেখানে চলতি মাসের ৮ তারিখ থেকে শুটিংয়ে অংশ নেবেন দর্শনা।
এর আগে, গতকাল শুক্রবার রাতে পাবনার ওই রিসোর্টে মহরতের মধ্য দিয়ে ছবির কাজ শুরু হয়। তরঙ্গ এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘অন্তরাত্মা’ সিনেমাটি আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুতি চলছে। সিনেমাটির সংলাপ রচনা করেছেন ফেরারি ফরহাদ।
বিডি-প্রতিদিন/শফিক