মহামারি করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন লিউড সুপারস্টার অক্ষয় কুমার। এর আগে করোনা শনাক্ত হলে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন।
এর বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন তিনি। তার করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে।
অক্ষয় কুমারের স্ত্রী টুয়েঙ্কেল খান্না এই তথ্য জানিয়েছেন।
অক্ষয়পত্নী সামাজিক মাধ্যমে লেখেন, ‘নিরাপদ এবং সুরক্ষিত অবস্থায় তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। নিঃসন্দেহে এটা অক্ষয় ভক্তদের জন্য দারুণ খবর।’
এর আগে গত ৪ ফেব্রুয়ারি অক্ষয় কুমার করোনা আক্রান্ত হওয়ার খবর এলে পরদিনই হাসপাতালে ভর্তি হন।
বিডি প্রতিদিন/আবু জাফর