সাহিত্যে নোবেলজয়ী কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী-গীতিকার বব ডিলানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছেন ৫৬ বছর বয়সী এক নারী। নিউইয়র্কের একটি আদালতে বব ডিলানের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন ওই নারী।
মামলায় নিজের নাম প্রকাশ করেননি তিনি। নিজেকে জে সি বলে পরিচয় দিয়েছেন। তবে এক বিবৃতিতে বব ডিলানের মুখপাত্র বলেন, ৫৬ বছর আগের এ দাবি মিথ্যা এবং এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
অভিযোগে বলা হয়েছে, ৫৬ বছর আগে ১৯৬৫ সালে ওই নারীর বয়স যখন মাত্র ১২ বছর, তখন তাকে যৌন নিপীড়ন করেন বব ডিলান। ওই বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত সময়ের মধ্যে প্রায় ছয় সপ্তাহ ধরে অভিযোগকারীর ওপর নিপীড়ন চালান ডিলান।
ওই নারী আরও দাবি করেন, নিউইয়র্কের বিখ্যাত চেলসিয়া হোটেলের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে যৌন নির্যাতন চালানো হয়েছে তার ওপর।
৮০ বছর বয়সি বব ডিলানকে সর্বকালের সেরা কণ্ঠশিল্পী ও গীতিকার বলে বিবেচনা করা হয়। এ পর্যন্ত তার মোট ১২৫ মিলিয়ন অ্যালবাম বিক্রি হয়েছে সারাবিশ্বে। ২০১৬ সালে তাকে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন