‘মুঝছে শাদি কারোগি’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে। সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার অভিনীত এই ছবির একাধিক গান সুপারহিট। তবে ‘জিনে কে হেঁ চার দিন’ গানের সঙ্গে সালমানের সেই বিখ্যাত তোয়ালে নিয়ে নাচের স্টেপ সবচেয়ে বেশি আলোচিত হয়।
সেই সুপারহিট তোয়ালে পরে নিলামে বিক্রি হয়। সাল্লুর এক ভক্ত ১ লাখ ৪২ হাজার রুপিতে (যা বাংলাদেশি টাকায় দেড় লাখেরও বেশি) কিনে নিয়েছিলেন এই তোয়ালে। ব্যাপারটি বেশ অবাক করা হলেও ভক্তদের পাগলামির কাছে এটি কিছুই নয়। যে কোনো ভক্তের কাছেই তার প্রিয় তারকার জিনিস সংগ্রহ করা আনন্দের।
তবে শুধু সালমানই নন আমির খানের ‘লগন’ সিনেমায় ব্যবহৃত ব্যাটটিও নিলামে বিক্রি হয়েছে এক লাখ ৫৬ হাজার রুপিতে। অন্যদিকে, সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমায় মাধুরীর পরা সবুজ ও সোনালি অ্যামব্রয়ডারি করা লেহেঙ্গাটি নিলামে বিক্রি হয়েছে তিন কোটি রুপিতে।
সূত্র : ফিল্মি বিট।
বিডি-প্রতিদিন/শফিক