৩০ নভেম্বর, ২০২১ ১৬:৩৮

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে অনলাইনভিত্তিক আবৃত্তি

অনলাইন ডেস্ক

বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের লেখা নির্বাচিত চিঠির পাঠ সংকলন প্রকাশ করতে যাচ্ছে আবৃত্তি শিল্পের গঠনমূলক চর্চা, প্রচার ও প্রসারে অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আবৃত্তি অনলাইন। ‘রুধিয়া রাখিতে নারি’ শিরোনামের এ সংকলনে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশে থাকা ২০ জন আবৃত্তিশিল্পী।

একাত্তরের মুক্তিযুদ্ধে রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধাদের লেখা নির্বাচিত ২০টি চিঠি পাঠ করেছেন শিল্পীরা। জিনাত জাহানের প্রযোজনায় এর গ্রন্থণা, ভূমিকা পাঠ ও আবহ সংগীত নির্মাণ করেছেন রিয়াজ রনি, নিবেদন রাইসা নুসরাত এবং ঘোষণা পাঠ করেছেন ফারহানা তৃনা ও কাজী সহীদ।

প্রোডাকশনটির কারিগরি সহায়তা দিয়েছে বিজ্ঞাপনী সংস্থা এবিসি ডিজিটাল। বিজয়ের সুবর্জয়ন্তীতে আবৃত্তি অনলাইনের বিশেষ নিবেদন হিসেবে ‘রুধিয়া রাখিতে নারি’ ১ ডিসেম্বর থেকে ১৬ ডিসেম্বর তারিখ পর্যন্ত প্রতিদিন প্রচার হবে আবৃত্তি অনলাইনের ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামসহ সকল অনলাইন প্ল্যাটফর্মে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর