বগুড়ায় দর্শকের সঙ্গে ‘সাইকো’ দেখেছেন জিয়াউল রোশান ও পূজা চেরি। নায়ক-নায়িকা আসবেন শুনেই আগে থেকেই ভিড় লেগে যায় প্রেক্ষাগৃহ প্রাঙ্গণে। সন্ধ্যায় শহরের সোনিয়া সিনেমা হলে দর্শকের সঙ্গে বসে সিনেমা দেখেন রোশান ও পূজা।
জিয়াউল রোশান বলেন, ‘এবার আমার অভিনীত সিনেমা তৃতীয়বারের মতো ঈদে মুক্তি পেল। বিষয়টি খুবই ভালো লাগছে। আমি অ্যাকশন সিনেমায় কাজ করতে খুব পছন্দ করি। এটি সেই ধাঁচেরই একটি সিনেমা।’
পূজা চেরি বলেন, ‘সাইকো সিনেমার গল্প দারুণ। এতে সুন্দর সুন্দর গান, ডায়লগ ও লোকেশন রয়েছে। এটা সবমিলে একটি ফুল মাসালাদার ও ফুল প্যাকেজের সিনেমা।’
অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমায় আরও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন।