রাজধানীর যমুনা ব্লকবাস্টারে সোমবার ‘দিন : দ্য ডে’ দেখতে দেশের ৭৪ জন তারকাশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছিলেন সিনেমার প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। তবে আমন্ত্রিতদের বেশিরভাগই আসেননি।
সোমবার সন্ধ্যায় যথাসময়ে অনন্ত-বর্ষা যমুনা ব্লকবাস্টার সিনেমাসে হাজির হলেও এই নায়কের ডাকে তেমন কাউকে দেখা যায়নি।
আয়োজন-স্থানে দেখা মিলেছে শাহনূর, সাবরিনা সুলতানা কেয়া, ডি এ তায়েব, শিরিন শিলাসহ কয়েক জন শিল্পীর।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চিত্রনায়ক অনন্ত জলিল বলেন, ‘আপনারা দেখবেন, যখনই যে শিল্পী বক্তব্য দেবেন, তখনই বলবেন আমরা এক পরিবার। তো আমি চলচ্চিত্র পরিবারকে দাওয়াত দিয়েছি, দেখা করবো, একসঙ্গে সিনেমা দেখবো, আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথা বলবো। তাহলে সবাই মনে করবে যে, আমাদের মধ্যে একটা ইউনিটি আছে, আমরা সবাই এক।’
তিনি বলেন, ‘আমরা চলচ্চিত্র পরিবার, আমরা একে অপরের পাশে থাকবো, হাসিখুশি থাকবো, একজন আরেকজনের সিনেমা নিয়ে আলোচনা করবো। কিন্তু আমি একা চেষ্টা করলে হবে না। এই মানসিকতা সবার মধ্যে থাকতে হবে।’
বিষয়টি খুব কষ্ট পেয়েছেন জানিয়ে অভিনেতা বলেন, ‘আমি যতই সততা দেখাই, ততই দেখি পেছন থেকে কেউ যেন আমার পা টা টেনে ধরে রাখে। আমি যতই চাই এই সিঁড়ি দিয়ে উঠে চলচ্চিত্রকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে, দেখি যে পেছন থেকে টেনে ধরে রাখে। এগুলো খুব কষ্ট লাগে আমার।’
‘দিন : দ্য ডে’ সিনেমাটি নির্মাণ করেছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। অনন্ত জলিল, বর্ষা ছাড়াও এতে অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।
বিডি প্রতিদিন/আরাফাত