২৩ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪৩

শুক্রবার রাত ৮টায় আসছে ব্ল্যাক য্যাং’র নতুন গান

অনলাইন ডেস্ক

শুক্রবার রাত ৮টায় আসছে ব্ল্যাক য্যাং’র নতুন গান

২০২১ সালে ‘বাংলা হাইপ’ মুক্তির পর, হিপ হপ জগতের জনপ্রিয় শিল্পী ব্ল্যাক য্যাং এবার নিয়ে আসছে ‘ফেরারি ফোক’। তিনি নিজেই ফেরারি ফোক গানের গীতিকার। গানটি সঙ্গীত পরিচালনা করেছে এম ও জি যি (লস এঙ্গেলেস) এবং মিক্স মাস্টার করেছেন আরডনিক্স। এই গানটির ভিডিও বাংলা হাইপ প্রডাকশন দ্বারা পরিচালিত হয়েছে। শুক্রবার রাত ৮টায় ব্ল্যাক য্যাং’এর নিজ ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেতে যাচ্ছে।    

‘ফেরারি ফোক’ গানটির উদ্দেশ্য হচ্ছে, যারা কষ্ট করে অর্জন করে তাদেরকে উৎসাহিত করা। ব্ল্যাক য্যাং এই গানের মাধ্যমে হিংসা ও বিদ্বেষকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াকে তুলে ধরেন। গানের একটি লাইনে বলা হয়েছে, ‘বাটপারি করলে উপরওয়ালা টিকায় রাখতো না’ যার মূল অর্থ হলো, মানুষ না জেনে অনেক কথাই বলে থাকে, তবে উপরওয়ালা আর সে জানে একজন আর্টিস্টের জীবন কেমন।    

আসন্ন এই নতুন গান নিয়ে ব্ল্যাক য্যাং বলেন, ‘হিপ-হপ জগতে এই নতুন র‌্যাপটি হবে এক অনন্য সংযোজন। শুধুমাত্র বাংলাদেশই নয় সারা বিশ্বের সকল র‍্যাপ ফ্যানদের জন্য এই গান। একজন আর্টিস্টের জার্নি এই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আশা করছি ‘ফেরারি ফোক’ শ্রোতাদের অনেক ভালো লাগবে।’  

‘ফেরারি ফোক’ গানটি ‘৯০ সালের এক নাটকের ছোট একটি গাওয়া সুর এবং ড্রামস বেস এর অনুপ্রেরণায় এক নতুন ধরনের সুরে করা হয়েছে, যা শুনতে শ্রুতিমধুর ও শ্রোতাদের মন মাতাবে বলেই আশাবাদী গানের সংগীতজ্ঞ। গানের মূল দৃষ্টিভঙ্গি হলো দুটি ঐতিহ্যবাহী ধ্বনি, বাংলা উপজাতীয় গান এবং ড্রাম এবং বেসকে মিশ্রিত করা। ফেরারি ফোক শুক্রবার ফেব্রুয়ারি ব্ল্যাক য্যাং-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে, সেই সাথে অডিওটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে প্রকাশিত হবে। 

 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর