বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর। তিন মাস হল মেয়ের বাবা হয়েছেন তিনি। কেমন সেই অনুভূতি?
সে বিষয়ে অভিনেতা জানান, “বাবা হওয়াটা সব থেকে সুন্দর অনুভূতি। আমি চাই সবাই একবার অন্তত এই অনুভূতির মধ্য দিয়ে যাক। আমার মেয়ের তিন মাস বয়স। দু’সপ্তাহ হল সে হাসতে শিখেছে। ওর হাসি আমার মন গলিয়ে দেয়। এখানে আসার আগে মাত্র কুড়ি মিনিট কাটাতে পেরেছি ওর সঙ্গে। তাতেই চাঙ্গা হয়ে গেছি।”
তিনি বলেন, “আমি ওর ঢেঁকুর তোলানোর দায়িত্বে আছি। এর আগে আমি জানতাম না বাচ্চাদের ঢেঁকুর তোলাটা এতটা গুরুত্বপূর্ণ। যতক্ষণ বাড়িতে থাকি, ওর সঙ্গেই থাকি।”
তিনি চিরকালই বলে এসেছেন, তিনি ছবির সাফল্য বা ব্যর্থতা নিয়ে অত মাথা ঘামান না। ‘‘আমার ১৫ বছরের ক্যারিয়ারে আমার কিছু ছবি সাফল্য পেয়েছে। কিছু পায়নি। খুব কম বয়স থেকেই এই হিট-ফ্লপ থেকে আমি নিজেকে দূরে রেখেছি। ছবি সাফল্য পেলে মনে হয়, “যাক বেঁচে গেছি”! তবে ফ্লপ এবং ব্যর্থতা আমাকে চিরকালই অনেক কিছু শিখিয়েছে নিজের সম্পর্কে, জীবন সম্পর্কে। জীবনে ব্যর্থতার গুরুত্ব অপরিসীম। নিজের ব্যর্থতা নিয়ে কথা বলাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মতো যাদের কথা বলার একটা প্ল্যাটফর্ম আছে, তাদের ব্যর্থতা নিয়ে কথা বলাটা খুব জরুরি। কেউ হয়তো আমার ব্যর্থতা থেকে কিছু শিখতে পারবে। তাই আমি আমার সাফল্যের থেকে ব্যর্থতা নিয়ে কথা বলতে বেশি ভালবাসি,” বলেন রণবীর।
আলিয়া ভাটের সঙ্গে তার বিয়ের পর ‘ব্রহ্মাস্ত্র’ সুপারহিট করেছিল। তা হলে কি আলিয়া তার লাকি চার্ম? রণবীর বললেন, “আমি বিশ্বাস করতে চাই যে, বিয়ের পর আমার ভাগ্য বদলেছে। কিন্তু ‘ব্রহ্মাস্ত্র’ যেমন হিট করেছে, তেমন ‘শমশেরা’ও তো ফ্লপ করেছে। তাই সবই সম্ভব। কিন্তু ছবির নিজস্ব একটা অদৃষ্ট আছে। সেই প্রেক্ষিতে কাউকে সেভাবে ভাগ্যবান বা ভাগ্যবান নয়, সেটা বলা যায় না। তবে ‘ব্রহ্মাস্ত্র’ হিট করাতে আমি নিজেকে ধন্য মনে করি। আমরা অনেক বছর এই ছবিটা নিয়ে কাজ করেছিলাম। কিন্তু তাই বলে আমি আমার ছবির সাফল্যের বা ব্যর্থতার জন্য অন্য কাউকে কৃতিত্ব দিতে বা দোষ দিতে পারব না।”
বিডি প্রতিদিন/কালাম