২৩ মে, ২০২৪ ১৭:৪২

অধরার ‘ঋতুকামিনী’

অনলাইন প্রতিবেদক

অধরার ‘ঋতুকামিনী’

অধরা খান

এই সময়ের উদীয়মান তারকাদের একজন অধরা খান। অভিনয়ের পাশাপাশি দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তার শখ। প্রায়ই এই চিত্রনায়িকাকে দেখা যায় বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে। বলা যায়- সময় পেলেই দেশের বাইরে বেড়ানো তার এক প্রকার নেশা। সম্প্রতি দুবাইয়ে মরুর বুকে আবেদনময়ী রূপে ধরা দিয়ে আলোচনায় আসেন অধরা। এবার নিজের নতুন সিনেমার শুটিংয়ে ফিরেছেন এই তারকা।

অধরা মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত ১৬ মে থেকে পূবাইলে নতুন ছবির কাজ শুরু করেছি। ছবির নাম ‘ঋতুকামিনী’, এটি পরিচালনা করছেন জাহিদ হাসান। ছবিতে আমার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। এ ছবির শুটিং চলবে টানা ৫ জুন পর্যন্ত।’

‘ঋতুকামিনী’ ছবি নিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘একেবারেই ভিন্ন ধাঁচের একটি গল্পের ছবি ‘ঋতুকামিনী’। এতদিন যেসব সিনেমায় কাজ করেছি ঠিক তার উল্টো একটি চরিত্রে এই ছবিতে দেখা যাবে আমাকে। গ্রামীণ প্রেক্ষাপটের এই ছবি দেখে দর্শক নিরাশ হবেন না।’

ছবিতে সজল-অধরা ছাড়াও আরো অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার, রিনা খানসহ আরও অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী।

বিডি-প্রতিদিন/শআ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর