বলিউড তারকাদের একের পর এক সংসার ভাঙনের গুঞ্জনে হাঁপিয়ে উঠেছে নেটিজেনরা। আজ এর বিচ্ছেদ তো কাল অন্য কারও। সম্পর্ক ভেঙে প্রিয় তারকাদের আলাদা হয়ে ভিন্নপথে হাঁটার প্রবণতা মেনে নিতে পারছেন না অনুরাগীরা। এবার ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনে মন খারাপ তাদের।
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন।
অভিনেত্রী নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে অভিষেকের। ফলে আরও মাথাচাড়া দিয়েছে চর্চা। নতুন খবর হলো, বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই বড়পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন ঐশ্বরিয়া-অভিষেক। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
বলিউড সূত্র বলছে, নতুন এক হিন্দি ছবির পরিকল্পনা করছেন মণি রত্নম। এ ছবির জন্য তার প্রিয় ‘গুরু’ জুটিকে ফের একফ্রেমে আনবেন মণি। শোনা গেছে, এরইমধ্যে ঐশ্বরিয়া ও অভিষেকের সঙ্গে কথা সেরে ফেলেছেন। তারা নাকি দুজনেই রাজি।
‘গুরু’ ও ‘রাবণ’ ছবির পর এটাই হবে মণি রত্নমের সঙ্গে ঐশ্বররিয়া ও অভিষেক জুটির তৃতীয় ছবি। তবে এই ছবি নিয়ে এখনই মুখ খুলতে নারাজ মণি, ঐশ্বরিয়া ও অভিষেক।
প্রসঙ্গত, ২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের।
বিডি প্রতিদিন/আশিক