সৌদি আরব সরকারের আমন্ত্রণে প্রথমবার দেশটিতে গাইতে গেলেন বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিবেন তিনি।
শুক্রবার রিয়াদের আল-সুওয়াইদি পার্কে প্রবাসী বাঙালিদের গান শোনাবেন জেমস। ‘রিয়াদ সিজন’ নামের এ আয়োজনে অংশ নিতে ইতিমধ্যে তিনি সৌদি আরবে পৌঁছেছেন।
নগরবাউল ব্যান্ডের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানান, সৌদি সরকারের আমন্ত্রণে আমরা প্রথমবারের মত রিয়াদে পারফর্ম করবো। এ আয়োজনে বিনামূল্যে গান শুনতে পাবেন দর্শক। আশা করি, ভালো একটা শো হবে।
রিয়াদ সিজন শুরু হয়েছে গত ১২ অক্টোবর। ৪৫ দিনের এ আয়োজন শেষ হবে ৩০ নভেম্বর। এবার এতে অংশ নিচ্ছে নয়টি দেশ। দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ, ভারত ও পাকিস্তান রয়েছে এর মধ্যে।
এ আয়োজনের সপ্তম সপ্তাহকে ‘বাংলাদেশ উইক’ ঘোষণা করা হয়েছে। এর অংশ হিসেবে ২০ থেকে ২৩ নভেম্বর রিয়াদ সিজনে বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
বিডি-প্রতিদিন/শআ