স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে সংগীতশিল্পী বাপ্পা মজুমদারের একটি গান প্রকাশ পেয়েছে। 'এক নির্ঝরের গান' প্রকল্পের আওতায় 'কেন হাতের মুঠোর’ মৌলিক এ গানটি প্রকাশ হয়েছে গানশালা-ইকেএনসি ইউটিউব চ্যানেলে।
গানের সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ কামরুল ইসলাম সুজন। ‘কেন হাতের মুঠোর মধ্যেখানে কলম মৃতদেহ, কেন আদালতের মন বিভাজন শুধুই সন্দেহ’ কথায় তৈরি হয়েছে বাপ্পার গাওয়া গানটি।
গেল বছরের মাঝামাঝি থেকে 'এক নির্ঝরের গান' প্রকল্পের উদ্যোগে গানশালা থেকে ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে নয়টি অ্যালবামে সন্নিবেশিত ৬৩টি মৌলিক গানের সংকলন 'যেটা আমাদের নিজের মতোন'। যেখানে ৫৪ জন শিল্পীর গান রয়েছে।
সংগীতের এই বিশাল কর্মযজ্ঞ নিয়ে এর আগে নির্ঝর বলেন, “এত বড় গানের অ্যালবাম বাংলাদেশে এই প্রথম। গত বছরের জুন থেকে শুরু হওয়া এই প্রকল্প চলবে চলতি বছরেও। বাপ্পা মজুমদার ছাড়াও কুমার বিশ্বজিৎ ও সায়ান চৌধুরী অর্ণবের গানগুলোও খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে।"
গত বছরের জুনে রেজওয়ানা চৌধুরী বন্যার গাওয়া ‘যেটা আমাদের নিজের মতোন’ গান দিয়ে শুরু হয় এই অ্যালবামের গান প্রকাশনা। ইতিমধ্যে বিভিন্ন শিল্পীর গাওয়া ৩৫টি গান প্রকাশিত হয়েছে। অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, শফি মণ্ডল, নবনীতা চৌধুরী, কোনালসহ আরও অনেকে।
এই অ্যালবামের আরও কিছু গান হল- ‘গল্পটা সে রকম’, ‘শাখাপ্রশাখার প্রভাব নিয়ে’, ‘বসার ঘরে, ‘সবাই খারাপ’, ‘আলো কি আটকানো’, ‘যুগলবন্দী মন’, ‘জামার বোতাম’, ‘কামড় মানে কামড়ানো’ সহ আরো অনেক আছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ