গত বছরের তুফানি সাফল্যের পর ফের একসঙ্গে কাজ করছেন মেগাস্টার শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী। তাদের নতুন সিনেমা ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে আসন্ন কোরবানির ঈদে। ছবির শুটিং প্রায় শেষের পথে; বাকি আছে কিছু গানের ও অ্যাকশন দৃশ্যের শুটিং।
গত শুক্রবার ‘তাণ্ডব’ টিম শুটিং করতে পাড়ি জমায় শ্রীলঙ্কায়। সেখানে ছবির শেষ অংশের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যধারণ হবে। শাকিব খানের সঙ্গে আছেন সাবিলা নূরসহ সিনেমাটির টেকনিক্যাল টিম ও অন্যান্য কলাকুশলীরা।
এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ শুরুর দিন থেকেই। সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘তাণ্ডব’-এর দ্বিতীয় পোস্টার, যেখানে দেখা গেছে শাকিব খানের রাফ ও ইনটেন্স রূপ। এর আগে শাকিবের জন্মদিনে প্রকাশিত হয়েছিল সিনেমার প্রথম লুক, যেখানে নায়কের হাতে ছিল পিস্তল। দ্বিতীয় পোস্টারেও অস্ত্রধারী শাকিব, চোখে সানগ্লাস—চেহারায় প্রতিশোধের আঁচ।
পোস্টারের ব্যাকগ্রাউন্ডে ধোঁয়ার আবরণ ও ধ্বংসস্তূপ পরিবেশ একধরনের রহস্য ও রোমাঞ্চ তৈরি করেছে। এই লুক যেন আগাম বার্তা দিচ্ছে, শিগগিরই স্ক্রিনে আসছে ভয়ংকর কিছু।
পোস্টারের সঙ্গে একটি বিশেষ ঘোষণাও এসেছে। শনিবার সন্ধ্যায় পরিচালক রায়হান রাফী ও শাকিব খান তাদের ফেসবুক পেজে পোস্টার প্রকাশ করেন। সঙ্গে জানানো হয়, ‘চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল সকাল ১১:৩০-এ! আসছে #Taandob Forecast! ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!’
এতে ধারণা করা হচ্ছে, আজ রবিবার সকাল সাড়ে ১১টায় প্রকাশ হতে পারে ‘তাণ্ডব’-এর টিজার। পোস্টার দেখে ইতোমধ্যে দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ প্রকাশ করছেন।
বিডি প্রতিদিন/আশিক