অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। এই তিন তারকার বিভিন্ন মজার কাজ কেন্দ্র করেই ফ্র্যাঞ্চাইজি টি এগিয়ে যায়। তিন তারকার সেই সোম কাণ্ড দেখতে ‘হেরা ফেরি’র তৃতীয় কিস্তি আসার অপেক্ষায় দর্শক। তবে এবার পরেশের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, ‘হেরা ফেরি থ্রি’তে পরেশ রাওয়ালকে দেখা যাবে না। সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্র ‘বাবুরাও গণপতরাও আপ্তে’ রূপে দীর্ঘদিন দর্শকদের মন জয় করে আসা এই অভিনেতার সরে দাঁড়ানোর খবরে দুঃখ প্রকাশ করছেন অগণিত ভক্ত। অনেকেই বলছেন, “বাবু রাও ছাড়া হেরা ফেরি ভাবা যায় না!”
শুরুতে গুঞ্জন উঠেছিল, পরিচালক ও নির্মাতাদের সঙ্গে সৃজনশীল মতবিরোধের কারণে সিনেমাটি ছেড়ে দিচ্ছেন তিনি। তবে সেই জল্পনা দূর করে পরেশ রাওয়াল নিজেই এক্স (সাবেক টুইটার)-এ একটি বার্তা দিয়ে জানান, এই সিদ্ধান্তের পেছনে কোনো মতবিরোধ নেই।
তিনি লেখেন, “আমি স্পষ্ট করে জানাতে চাই, ‘হেরা ফেরি থ্রি’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটি সৃজনশীল মতবিরোধের কারণে নয়। পরিচালক প্রিয়দর্শনের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ও আস্থা রয়েছে।”
প্রসঙ্গত, ‘হেরা ফেরি’ সিরিজের প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল ২০০০ সালে, যার পরিচালনায় ছিলেন প্রিয়দর্শন। ২০০৬ সালে মুক্তি পায় দ্বিতীয় কিস্তি ‘ফির হেরা ফেরি’। এবার দীর্ঘ প্রতীক্ষার পর তৃতীয় পর্ব আসতে চলেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ