দীর্ঘ ২৭ বছর পর আবারও গানে ফিরছেন বলিউড তারকা আমির খান। অভিনয়ের পাশাপাশি এবার তিনি গেয়েছেন একটি কমেডি ছবির জন্য দুটি গান, যেটির সুর করেছেন রাম সম্পাথ এবং সংগীত প্রশিক্ষণ দিয়েছেন সুচেতা ভট্টাচার্য।
১৯৯৮ সালে বিক্রম ভাটের 'গুলাম' ছবিতে 'আতি কেয়া খান্ডালা' গানটি গেয়ে আলোচনায় আসেন আমির খান। এবার সেই ‘গায়ক আমির’ আবারও ধরা দিচ্ছেন বড় পর্দায়। অভিনেতা নিজেই জানিয়েছেন, “আগে প্রস্তুতি ছাড়াই গেয়েছিলাম। এবার গায়ক হওয়ার জন্য নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছি।”
আমির বলেন, “এই ছবিটি বাসু চ্যাটার্জি বা হৃষিকেশ মুখার্জি ধাঁচের। এমন ধরনের ছবি এখন আর বানানো হয় না। সেই পুরোনো ঘরানার মেজাজেই তৈরি হচ্ছে এটি।”
ছবিটিতে তিনি একটি ক্যামিও চরিত্রেও অভিনয় করেছেন। গানের বিষয়ে অভিনেতা জানান, “আমার গানের প্রশিক্ষক সুচেতা ভট্টাচার্য। ওনাকে নিয়মিত গানের ক্লাস দিচ্ছেন। আমি খুব আশাবাদী শ্রোতারা গানগুলো পছন্দ করবেন।”
আমির আরও বলেন, “আমি লতা মঙ্গেশকরের বিরাট ভক্ত। প্রতিদিন তাঁর গান দিয়েই দিন শুরু করি। ওনার অভাব খুব অনুভব করি। আগে নিয়মিত কথা হতো লতাজির সঙ্গে।”
তবে ছবির নাম এখনো চূড়ান্ত হয়নি। গান প্রকাশের পর দর্শক–শ্রোতাদের প্রতিক্রিয়া জানার অপেক্ষায় রয়েছেন এই বলিউড তারকা।
বিডি প্রতিদিন/আশিক