ভদ্রলোক একবার একটা সমস্যা নিয়ে অফিসে এসেছিলেন। সাধ্যমত চেষ্টা করে তার সমস্যা সমাধান করে দেই। তারপর অনেকদিন পরপর আমার দরজায় কড়া নাড়েন। একটু সম্পর্ক ঝালিয়ে নেয়া আর কী, আমার মত ক্ষুদ্র মানুষের সাথেও।
আমার দৃষ্টিতে তিনি একজন একসময়ে বিপদে পড়া ভিকটিম ছাড়া আর কিছুই নন যদিও!
আজ হঠাৎ ফোন করলেন, ভাইয়া আপনার সাথে দেখা করবো করে করেও হয়ে উঠছেনা!
আমি বললাম, সমস্যা কী সেটি বলুন, প্রতি উত্তরে তিনি আমায় বলেন "ভাইয়া আমার মোটরসাইকেলের কাগজ আমি আমার অফিসে ভুলে ফেলে রেখে আসছি। এখন দায়িত্বরত সার্জেন্ট ওসব আমাকে মোহাম্মদপুর অফিস থেকে নিয়ে এসে দেখাতে বলছেন।
আমি বললাম ভাল প্রস্তাব, নিয়ে আসেন কাগজপত্র দেখিয়ে মোটরসাইকেল নিয়ে যান। তিনি বললেন আপনি যদি একটু বলে দিতেন তাহলে আগে আগে ছেড়ে দিত, আমি থানায় এসে কাগজ দেখিয়ে যাবো!!
আমি বললাম এটা থানা দেখবেনা এখন, যিনি দেখছেন তিনিই সঠিক।
এসব বিষয়ে এখন আর বলিনা, অনেক পীড়াপীড়িতে অফিসারের সাথে কথা বলতে রাজী হলাম যেন একটু সময় দেন।
অফিসার আমাকে বললেন, স্যার উনি বলেছেন আপনার পাসপোর্ট বানাতে আপনি তাকে পাঠিয়েছেন আর তিনি আপনার ছোট ভাই!!
আমার পাসপোর্ট আছে সেই ১০ বছর আগে থেকে, ভদ্রলোককে জীবনে একবার দেখেছিলাম, সহায়তাও করেছিলাম।
দায়িত্বশীল অফিসারকে বললাম দয়া করে যথাযথ ব্যবস্থা নিন, আর বিশিষ্ট ভদ্রলোককে আমি চিনিনা, চিনতেও চাচ্ছি না!
এই ভদ্রলোকের মত ব্যক্তিবর্গ সমাজের আমূল পরিবর্তন চান, শুধু চাননা নিজেরা পরিবর্তিত হতে!
অপরাধ, তার উপর মিথ্যাচার এই বেসাতি নিয়েই তাদের বসবাস।
আমাদেরই এই সমাজে কেউ কেউ খুব গাম্ভীর্য ও অহংবোধ নিয়ে, নিজেকে যথাযথ মনে করে, ঊর্ধ্বে আরোহন করিয়ে বাকি সবাইকে প্রজা তুল্য বানিয়ে ফেলতে চান। আবার কেউ কেউ সম্পর্ক গড়ে তোলেন শুধু নিজ স্বার্থ আদায় এবং ন্যায় অন্যায় না মেনে তার অপব্যবহারের জন্য।
দুই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সকলের প্রতি শুধুই করুণা।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক: সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডেমরা জোন)
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        