অনেকগুলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের ছবি। তারা বনানীর এফ আর টাওয়ারের আগুন দেখতে গিয়েছিলো। পোড়া মানুষগুলোর আর্তনাদ দেখে সহানুভূতি দেখতে গিয়েছিলো। এরা কেউ মঙ্গলগ্রহ থেকে এলিয়েন আসেনি, আমাদেরই কেউ না কেউ, কারো না কারো স্বজন।
এদের আবেগ অনুভূতি এত্তো এত্তো বেশি ছিল যে, এরা কেউ একবারও ভাবেনি, আগুনে পোড়া মানুষগুলোকে বাঁচাতে ফায়ার সার্ভিস কিংবা অন্য সাহায্যকারী সংস্থাগুলো কিভাবে এই রাস্তা দিয়ে আসবে।
তবে এদের মধ্যেও কিছু সত্যিকারের শ্রেষ্ঠ জীব ছিল।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন