ছবিটির প্রতিটি দৃশ্য ক্লাসিক। প্রতিটি লোকেশান আনকমন। অনেক যত্ন নিয়ে কাজ করে যাচ্ছে আমার ইউনিট। রাত দিন কাজ চলছে। শাকিব খান টেলিফোনে আলোচনা করে নিচ্ছেন পরিবর্তী পরিকল্পনার বিষয়ে।
ইকবাল সাহেব দু'পকেট ভর্তি টাকা নিয়ে পাশেই থাকেন সব সময়। এসকের একটাই কথা আফসারী ভাই যা চাইবে তাই দেয়া হবে। মানি ইজ নো প্রবলেম।
দায়িত্ব আমার জন্য চাপ না। কাজকে আমি উপভোগ করি। একটি আধুনিক ধাঁচের সিনেমা বানাবার চেস্টা করছি। পাসওয়ার্ড।
(ফেসবুক থেকে সংগৃহীত)
বিডি প্রতিদিন/ফারজানা