১৩ এপ্রিল, ২০১৯ ২২:২১

ঠিকাদার ওমরের আহাজারি ভাইরাল

অনলাইন ডেস্ক

ঠিকাদার ওমরের আহাজারি ভাইরাল

সংগৃহীত ছবি

মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন মোহাম্মদ ওমর নামের ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) এক ঠিকাদার। রক্তমাখা মুখে কাঁদতে কাঁদতে মারপিটের বর্ণনা দেন তিনি। পঞ্চাশোর্ধ্ব ওই ব্যক্তির ফেসবুক লাইভের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

ভিডিওতে মোহাম্মদ ওমরকে বলতে শোনা য়ায়, ‘স্থানীয় চাঁদাবাজরা আমার কাছে চাঁদা চাইছে ৫ লাখ টাকা। আমি দিই নাই দেইখা, দিতে রাজি হই নাই দেইখা, স্থানীয় পোলাপান আইসা আমারে অফিস থেকে নামাইয়া ইচ্ছামতো পিটায়া, জনগণের সামনে ইচ্ছামতো পিটায়া চইলা গেছে এবং সরকারের আইন-শৃঙ্খলার আনসাররা থাকা অবস্থায়ও আমারে সেফ করে নাই। আমারে কুত্তার মতো মারছে।’ 

তিনি গণমাধ্যমকে বলেন, 'আমি ২০ বছরেরও বেশি সময় ধরে ঠিকাদারি ব্যবসা করছি। ই-টেন্ডারের মাধ্যমে ১০ শতাংশ ছাড়ে ডিপিডিসির একটি কাজ পাই আমি। আমার কাজের এলাকা ভাটারা থানার পেছনে। কাজ পাওয়ার পর থেকেই গুলশান ডিপিডিসি প্রকল্প অফিস সংশ্লিষ্ট একটি চক্র আমার কাছে চাঁদা দাবি করে আসছিল। অনেক ঠিকাদারের কাছ থেকেই তারা এমন চাঁদা দাবি করে বলে শুনেছি। কিন্তু আমি চাঁদা দিতে রাজি হইনি। সেদিনও তাদের চাওয়া চাঁদা না দেয়ায় আমাকে অফিস থেকে বাইরে বের করে মারধর করে। ঘটনার অনেক সাক্ষী আছে। অফিসে আনসার সদস্যরাও ছিল। কিন্তু তাদের সামনেই আমার জীবননাশে এভাবে হামলা করা হয়।'

'এখন টেন্ডার অনলাইনে পাওয়া যায়। কাউকে ঘুষ দিতে হয় না। আর এই মাস্তানেরা আমাদের থেকে চাঁদাবাজি করে। দিতে রাজি হইনি বলে আমার ওপর এই হামলা করা হয়েছে।'

এই হামলার ঘটনায় জড়িতদের বিচার চেয়েছেন ওই ব্যক্তি। এজন্য তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর।

ভিডিও দেখতে ক্লিক করুন...

বিডি প্রতিদিন/১৩ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর