২৪ এপ্রিল, ২০১৯ ১৯:৩৭

'পুলিশের দুঃসাহসিক অভিযানের গল্প শুনতে চাইলো'

কাজী ওয়াজেদ

'পুলিশের দুঃসাহসিক অভিযানের গল্প শুনতে চাইলো'

ওরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের ছাত্র। এই মেধাবী ছেলেগুলো থানায় এসেছিল একটা অ্যাসাইনমেন্ট নিয়ে। অনেকক্ষণ যাবৎ ওদের সঙ্গে কথা হলো, অনেক গল্প হলো।

ওরা পুলিশের বিভিন্ন বিষয়ে জানতে চাইলো। আইনগত কিছু কিছু বিষয় অবহিত করা হলো। ওরা পুলিশের লজিস্টিক সাপোর্টের বিষয়ে ধারণা নিল। দায়িত্ব পালনে বাধা বিঘ্নের বিষয়ে খোঁজ-খবর নিল। সেই সঙ্গে পুলিশের সরকারি দায়িত্ব পালনে চ্যালেঞ্জ আর ঝুঁকির বিষয়ে অবহিত করা হলো।

পুলিশের দুঃসাহসিক অভিযানের গল্প শুনতে চাইলো। ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য কিভাবে উদঘাটন হয় সে ব্যাপারে ওদের মধ্যে অনেক কৌতূহল লক্ষ্য করলাম। দুটি লোমহর্ষক হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের ঘটনা শুনে ওরা খুবই আনন্দ পেলো মনে হলো।

ওদের সবগুলো প্রশ্ন মনোযোগ দিয়ে শুনলাম আর সঠিক তথ্যটাই উপস্থাপন করলাম। ওরা অনেক ট্যালেন্ট, অনেক ম্যাচিউর ওরা। ওদের প্রশ্নগুলো শুনে তাই মনে হয়। ওরা অনেক বড় হবে একদিন। ওদের জন্য অনেক অনেক শুভ কামনা।

লেখক: ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), যাত্রাবাড়ী থানা।

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি প্রতিদিন/২৪ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর