শিরোনাম
৯ অক্টোবর, ২০১৯ ০৩:৩৫

আবরার হত্যাকাণ্ড : ফেসবুকে ভাইরাল যে ভুয়া ভিডিও

অনলাইন ডেস্ক

আবরার হত্যাকাণ্ড : ফেসবুকে ভাইরাল যে ভুয়া ভিডিও

ভিডিও থেকে সংগৃহীত।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় তোলপাড় সারা দেশ। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ঘটনার সিসিটিভির ফুটেজ। তবে ওই ভিডিও ছাড়াও আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিকে আবরার হত্যাকাণ্ডের বলে প্রচার করছেন অনেকে। 

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) অনেকের ফেসুবক টাইমলাইলে দেখা যাচ্ছে ভিডিওটি। ভিডিওটি পোস্ট করে কেউ বলছেন, এটাই আবরারকে প্রহারের ভিডিও। ভিডিওর শিরোনামে লেখা হয়েছে, ‘আবরার ফাহাদকে খুনিরা যে ভাবে খুন করল। ’

ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক যুবককের হাত-পা ধরে রেখেছে চার ব্যক্তি। আর দুই ব্যক্তি লাঠি দিয়ে ওই যুবকের পিঠ ও পশ্চাতদেশে অনরবত পেটাচ্ছে। এক মিনিট পাঁচ সেকেন্ডের ওই ভিডিওটিতে পুরোটা সময়ই ওই যুবককে পেটাতে দেখা যায়। 

তবে ভিডিওটি আবরারকে পেটানোর ভিডিও নয়। কারণ ভিডিওটিতে যাদের দেখা যাচ্ছে তাদের পোশাক, স্থান ও মানুষের উপস্থিতির সঙ্গে আবরারের ঘটনার কোনো মিল নেই। আবরারের ঘটনায় যে সিসিটিভি ভিডিও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তার সঙ্গেও ওই ভিডিওটির কোনও মিল নেই।

অসুন্ধান করে দেখা যায়, ভিডিওটি প্রথম পোস্ট করে যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও শেয়ার ওয়েবসাইট ‘লাইভ লীক। যুবককে পেটানোর সেই ভিডিওটি গত চার বছর আগে লাইভ লীক তাদের ওয়েবসাইটে পোস্ট করে শিরোনাম দেয় ‘cheating man gets a public caning’। ভিডিওটি দেখতে হলে লিঙ্কে ক্লিক করুন- https://www.dailymotion.com/video/x37pjsz


বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

সর্বশেষ খবর