২৮ জানুয়ারি, ২০২০ ২১:৪৬

করোনা ভাইরাস: কানাডার স্বাস্থ্য বিভাগের এই কাজটি কি অভিনব বলা যায়?

শওগাত আলী সাগর

করোনা ভাইরাস: কানাডার স্বাস্থ্য বিভাগের এই কাজটি কি অভিনব বলা যায়?

শওগাত আলী সাগর

'করোনা ভাইরাসে আক্রান্ত'- তথ্যটি নিশ্চিত হবার পরই কানাডার স্বাস্থ্য বিভাগ যে কাজটি করেছে- তাকে কি অভিনব বলা যায়! বিমান তার অন্তত ২ মিটার রেডিয়াসের মধ্যে ছিলেন এমন ৩০ জন যাত্রীর নাম ঠিকানা সংগ্রহ করে তারা। খোঁজ নিতে শুরু করে প্রত্যেকের। ৩০ জনের নাম ঠিকানা আর টেলিফোন নম্বর নিয়েই ক্ষ্যান্ত থাকেনি তারা, কথা বলেছে প্রত্যেকের সাথে, জানতে চেয়েছে শারীরিক অবস্থা সম্পর্কে। স্বাস্থ্য বিভাগ এক ধরনের নজরদারিতে রেখেছে তাদের। নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এটি না করে তাদের উপায় ছিল না।

চীনের উহান শহর থেকে যে বাংলাদেশি শিক্ষার্থীদের দেশে নিয়ে আসার কথাবার্তা হচ্ছে, তাদের নিয়ে দেশে ফেরার পরবর্তী করণীয় নিয়ে সরকারের কোনো ভাবনা আছে কি? পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিমানবন্দরে আমরা তাদের ঠিকানা নেব। কোথায় অবস্থান করবে, সে তথ্যও নেওয়া হবে। তারপর কি হবে?

বাংলাদেশ ঘনবসতি দেশ। পশ্চিমাদেশগুলোর মতো ৯১১ কল করে দিলেই মুহূর্তে অ্যাম্বুলেন্স চলে আসবে না। লক্ষণটা যে সবাই বুঝে উঠবে তাও তো নয়। চীন থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনার আগেই যেন এই বিষয়ে বাস্তবসম্মত করণীয় ঠিক করে রাখা হয়।

লেখক: প্রকাশক ও সম্পাদক, নতুন দেশ ডটকম

(ফেসবুক থেকে সংগৃহীত)

বিডি-প্রতিদিন/মাহবুব

সর্বশেষ খবর