পানামার রাষ্ট্রদূত এবং আরও তিন কূটনীতিককে বহিষ্কার করেছে ভেনেজুয়েলা। তাদের সে দেশ ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো পানামার সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেওয়ার একদিন পর ওই চার কূটনীতিককে বহিষ্কার করা হলো।
প্রেসিডেন্ট মাদুরো ল্যাটিন আমেরিকার ওই দেশটির বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পানামা তার সরকারের পতনের জন্য ষড়যন্ত্র করছে। সম্পতি ভেনেজুয়েলায় সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের পর মাদুরো এ অভিযোগ করেন।
গত মাসে অনুষ্ঠিত ওই বিক্ষোভে কমপক্ষে ২০ জন প্রাণ হারিয়েছে।