২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে দুঃখজনক আখ্যায়িত করেছে বিএনপি। দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন গতকাল দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে যাতে দূরত্ব বাড়ে সে জন্য মহলবিশেষ অপপ্রচার চালাচ্ছে। এ মহলটি প্রধান দুই দলের মধ্যে বিরোধ ও দূরত্ব বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে দেশের রাজনীতিতে অভিযোগ-পাল্টা অভিযোগের সংস্কৃতি গড়ে উঠেছে। গ্রেনেড হামলায় খালেদা-তারেক জড়িত- প্রধানমন্ত্রীর এই অভিযোগের জবাবে রিপন বলেন, দেশে বিচারহীনতার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না। সংবাদ সম্মেলনে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন আসাদুজ্জামান রিপন। রিপন বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি বিচারাধীন। কিন্তু প্রধানমন্ত্রীর মতো শীর্ষ পর্যায় থেকে যখন এ ধরনের বক্তব্য দেওয়া হয় তখন বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা দেখা দেয়। প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার ব্যাপারে বিএনপির ভিন্নমত নেই। কিন্তু ঘটনাটিকে রাজনৈতিক প্রতিপক্ষ ঘায়েলে ব্যবহার করা হলে তা দুঃখজনক।
২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনার নিন্দা বিএনপি আগেও করেছে, এখনো করছে। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
শিরোনাম
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
দুই নেত্রীর দূরত্ব বাড়াতে অপপ্রচার চলছে : বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর