শমসের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এটিকে বিএনপির অভ্যন্তরীণ কলহের করুণ পরিণতি বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপি একসময় আন্দোলনে ব্যর্থ হয়ে কূটনীতিনির্ভর রাজনীতিতে ভর করেছিল। সে সময় একজন সাবেক কূটনীতিক হিসেবে শমসের মবিন চৌধুরী বিদেশিদের কাছে নালিশ জানানোর পুরোভাগে ছিলেন। এখন তিনিও বিদেশিদের কাছে টিকতে পারছেন না। মন্ত্রী গতকাল সকালে নোয়াখালীর চৌমুহনীতে চার লেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে চৌমুহনী পৌর মেয়রের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। পরে তিনি সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে কাল না-ও থাকতে পারে। মন্ত্রী বলেন, সোনাপুর থেকে জোরারগঞ্জ সড়ক হলে নোয়াখালীর সঙ্গে চট্টগ্রামের ব্যবসার জন্য নতুন দিগন্তের সূচনা হবে। ইতিমধ্যে ছোট ফেনী নদীর ওপর ৫০ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজের কাজ শুরু হয়েছে। এ সময় তিনি বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষীপুর-নোয়াখালী) মহাসড়কটি ২৪ ফুট থেকে ৩০ ফুটে উন্নীতকরণসহ সোনাপুর-জোরারগঞ্জ সড়কটির কাজ অতিদ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ।
শিরোনাম
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া