শমসের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এটিকে বিএনপির অভ্যন্তরীণ কলহের করুণ পরিণতি বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপি একসময় আন্দোলনে ব্যর্থ হয়ে কূটনীতিনির্ভর রাজনীতিতে ভর করেছিল। সে সময় একজন সাবেক কূটনীতিক হিসেবে শমসের মবিন চৌধুরী বিদেশিদের কাছে নালিশ জানানোর পুরোভাগে ছিলেন। এখন তিনিও বিদেশিদের কাছে টিকতে পারছেন না। মন্ত্রী গতকাল সকালে নোয়াখালীর চৌমুহনীতে চার লেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে চৌমুহনী পৌর মেয়রের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। পরে তিনি সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে কাল না-ও থাকতে পারে। মন্ত্রী বলেন, সোনাপুর থেকে জোরারগঞ্জ সড়ক হলে নোয়াখালীর সঙ্গে চট্টগ্রামের ব্যবসার জন্য নতুন দিগন্তের সূচনা হবে। ইতিমধ্যে ছোট ফেনী নদীর ওপর ৫০ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজের কাজ শুরু হয়েছে। এ সময় তিনি বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষীপুর-নোয়াখালী) মহাসড়কটি ২৪ ফুট থেকে ৩০ ফুটে উন্নীতকরণসহ সোনাপুর-জোরারগঞ্জ সড়কটির কাজ অতিদ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক