শমসের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এটিকে বিএনপির অভ্যন্তরীণ কলহের করুণ পরিণতি বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপি একসময় আন্দোলনে ব্যর্থ হয়ে কূটনীতিনির্ভর রাজনীতিতে ভর করেছিল। সে সময় একজন সাবেক কূটনীতিক হিসেবে শমসের মবিন চৌধুরী বিদেশিদের কাছে নালিশ জানানোর পুরোভাগে ছিলেন। এখন তিনিও বিদেশিদের কাছে টিকতে পারছেন না। মন্ত্রী গতকাল সকালে নোয়াখালীর চৌমুহনীতে চার লেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে চৌমুহনী পৌর মেয়রের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। পরে তিনি সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে কাল না-ও থাকতে পারে। মন্ত্রী বলেন, সোনাপুর থেকে জোরারগঞ্জ সড়ক হলে নোয়াখালীর সঙ্গে চট্টগ্রামের ব্যবসার জন্য নতুন দিগন্তের সূচনা হবে। ইতিমধ্যে ছোট ফেনী নদীর ওপর ৫০ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজের কাজ শুরু হয়েছে। এ সময় তিনি বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষীপুর-নোয়াখালী) মহাসড়কটি ২৪ ফুট থেকে ৩০ ফুটে উন্নীতকরণসহ সোনাপুর-জোরারগঞ্জ সড়কটির কাজ অতিদ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ।
শিরোনাম
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- দুই ট্রলারসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- জামায়াত ভাইয়ে ভাইয়ে বিরোধ সৃষ্টি করছে: টুকু
- লাঠি হাতে রাকসু নেতাদের মহড়া, ছাত্রলীগ দেখলেই গণধোলাইয়ের ঘোষণা
- তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২
- এবার এমসিকিউ পদ্ধতিতে হবে জবির ভর্তি পরীক্ষা
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’