শমসের মবিন চৌধুরীর পদত্যাগ বিএনপির নেতিবাচক রাজনীতির হতাশাব্যঞ্জক বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এটিকে বিএনপির অভ্যন্তরীণ কলহের করুণ পরিণতি বলে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, বিএনপি একসময় আন্দোলনে ব্যর্থ হয়ে কূটনীতিনির্ভর রাজনীতিতে ভর করেছিল। সে সময় একজন সাবেক কূটনীতিক হিসেবে শমসের মবিন চৌধুরী বিদেশিদের কাছে নালিশ জানানোর পুরোভাগে ছিলেন। এখন তিনিও বিদেশিদের কাছে টিকতে পারছেন না। মন্ত্রী গতকাল সকালে নোয়াখালীর চৌমুহনীতে চার লেন সড়কের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে চৌমুহনী পৌর মেয়রের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। পরে তিনি সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। এ সময় তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়, আজ আছে কাল না-ও থাকতে পারে। মন্ত্রী বলেন, সোনাপুর থেকে জোরারগঞ্জ সড়ক হলে নোয়াখালীর সঙ্গে চট্টগ্রামের ব্যবসার জন্য নতুন দিগন্তের সূচনা হবে। ইতিমধ্যে ছোট ফেনী নদীর ওপর ৫০ কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজের কাজ শুরু হয়েছে। এ সময় তিনি বৃহত্তর নোয়াখালী (ফেনী-লক্ষীপুর-নোয়াখালী) মহাসড়কটি ২৪ ফুট থেকে ৩০ ফুটে উন্নীতকরণসহ সোনাপুর-জোরারগঞ্জ সড়কটির কাজ অতিদ্রুত সম্পন্ন করার ঘোষণা দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহে আলম, পুলিশ সুপার ইলিয়াছ শরীফ, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সল, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহিম, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা প্রমুখ।
শিরোনাম
- রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
- নরসিংদীতে লকডাউনে সাড়া নেই, স্বাভাবিক জীবনযাত্রা
- রবিবার আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ
- ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
- যুদ্ধবিরতির পরেও ২৪৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৮৩৩
- ক্যারিবিয়ান দেশগুলো আক্রমণে মিথ্যা নাটক সাজাচ্ছে আমেরিকা: মাদুরো
- সাংবাদিক সুভাষ সিংহের ব্যাংক হিসাব অবরুদ্ধ
- টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয়ে প্লে গ্রাউন্ড স্থাপন, আনন্দমুখর শিক্ষার নতুন দিগন্ত
- সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি
- বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- গণভোটের ব্যালটে থাকছে যে প্রশ্ন
- ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ অনুষ্ঠিত
- যাত্রাবাড়ীতে চুরির মিথ্যা অপবাদে কিশোরকে পিটিয়ে হত্যা
- ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন
- বগুড়ায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩
- নাশকতা প্রতিরোধে মাঠে সোনারগাঁ বিএনপি
- দিলারা জামানকে নিয়ে সাত পর্বের ধারাবাহিক
- উইন্ডিজকে সহজেই হারিয়ে সিরিজ নিউজিল্যান্ডের
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২২৬৮ মামলা
মবিনের পদত্যাগ বিএনপির কলহের করুণ পরিণতি : কাদের
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর