স্বতন্ত্র সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী বলেছেন, প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন অসাধ্য। তিনি অর্থমন্ত্রীকে প্রতি মাসেই সংসদে বাজেট বাস্তবায়নের অগ্রগতি রিপোর্ট পেশ এবং আগামীতে বাজেট প্রস্তুতিকালে সংসদের মতামত নেওয়ার অনুরোধ জানান। জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে গতকাল তাহজীব আলম সিদ্দিকী (ঝিনাইদহ-২) এ অনুরোধ জানান। অর্থমন্ত্রীর বাজেটের কঠোর সমালোচনা করে তিনি বলেন, বাজেট বণ্টনে আঞ্চলিক সাম্যের অভাব রয়েছে। কোথাও বড় বড় ব্রিজ হয়ে যাচ্ছে, আবার কোথাও যোগাযোগের একেবারে প্রান্তিক মাধ্যম সাঁকোও হচ্ছে না। কোথাও অপ্রয়োজনীয় রাস্তা বানানোর মহোৎসব চলছে, আবার কোথাও অতি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারেরও উদ্যোগ নেই। কোথাও বিশেষায়িত আধুনিক হাসপাতাল হচ্ছে, আবার কোথাও প্রান্তিক জনগোষ্ঠীকে মৌলিক স্বাস্থ্যসেবার অধীনে আনা যাচ্ছে না। তাহজীব বলেন, অতীতে সমালোচকরা বাজেটকে উচ্চাভিলাষী বলে সমালোচনা করতেন। এখন অর্থমন্ত্রী নিজেই বাজেটকে উচ্চাভিলাষী বলে আখ্যায়িত করেন এবং সদম্ভে বলেন, বড় অভিলাষ থাকা কোনো অন্যায় নয়, বরং বড় অভিলাষ না থাকলে বড় অর্জন সম্ভব নয়। ওনার (অর্থমন্ত্রীর) কথার সঙ্গে অনেকাংশেই আমি একমত। তবে অর্থমন্ত্রী এবং তার টিমের অভিলাষ বা উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে উচ্চ প্রস্তুতি এবং কাঙ্ক্ষিত প্রেক্ষাপট ও কাঠামো আছে কি না—সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ এবং সংশয় আছে। তিনি বলেন, বাজেটের ব্যয় প্রস্তাব দেখে বেশি আশঙ্কিত হতে হয়। কারণ এই ঘাটতি এবার সংস্থান করা হবে অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে। এ যেন বাংলার প্রবাদ- ধার করে ঘি খাওয়ার মতো।
শিরোনাম
- পোনা চাষে মাসে লাখ টাকা আয় বিশ্বনাথের দিলদারের
- যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা সৌদি যুবরাজের
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- আশুলিয়ায় মরদেহ পোড়ানোসহ সাত হত্যায় আজ সাক্ষ্যগ্রহণের ১৮তম দিন
- গুলিস্তানে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের পাশের মার্কেটে আগুন
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- পরিচয় গোপন করে চ্যাটের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপে
- ঢাকার বাতাস আজ কতটা বিষাক্ত?
- ট্রুডো–কেটি পেরি'র প্রেম নিয়ে সাবেক স্ত্রী সোফির খোলামেলা মন্তব্য
- মুশফিকের শততম টেস্ট উদযাপনে যেসব আয়োজন করেছে বিসিবি
- হামজাদের জন্য দুই কোটি টাকা বোনাস ঘোষণা করলেন ক্রীড়া উপদেষ্টা
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা