বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬ ০০:০০ টা

ইইউ পার্লামেন্টে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিতর্ক

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশে রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতির অবনতি হয়েছে— উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা। ফ্রান্সের স্ট্রসবার্গে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আয়োজিত বিতর্কে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৮টি দেশের সংসদ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা অভিন্ন সুরে এ উদ্বেগ তুলে ধরেন। গত মঙ্গলবার মধ্যরাতে এ বিতর্কের আয়োজন করা হয়।

পরিস্থিতির উন্নতির জন্য তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, সবার অংশগ্রহণে নতুন নির্বাচন আয়োজন, জঙ্গিগোষ্ঠী আইএসসহ উগ্রবাদী গোষ্ঠীগুলোর ঝুঁকির কথা স্বীকার এবং নাগরিকদের সুরক্ষা ও শ্রম পরিস্থিতির উন্নয়নে সরকারকে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামীই আজ বাংলাদেশে অস্থিরতার জন্য দায়ী উল্লেখ করে তারা দলটির সঙ্গ ছাড়তে বিএনপির প্রতি আহ্বান জানান।

সর্বশেষ খবর