একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদন করেছে আসামিপক্ষ। গতকাল সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করা হয়। পরে আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, আপিল বিভাগ মীর কাসেম আলীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সেই রায় রিভিউ চেয়ে আবেদন করা হয়েছে। রিভিউ আবেদনে তার খালাস চাওয়া হয়েছে। আদালত মীর কাসেমকে সব অভিযোগ থেকে অব্যাহতি দেবেন বলে আশা করি। আইনজীবীরা জানান, রিভিউ আবেদনটি মোট ৮৬ পৃষ্ঠার। এতে মীর কাসেমের খালাসের পক্ষে ১৪টি গ্রাউন্ড (ভিত্তি) উল্লেখ করা হয়েছে। এর আগে ৮ মার্চ মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। ২০১৪ সালের ২ নভেম্বর তাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে তিনি সুপ্রিমকোর্টে আপিল করেন। মীর কাসেম আলী এখন কাশিমপুর কারাগারে। গত ৬ জুন দুপুরে আপিল বিভাগের সংশ্লিষ্ট বিচারপতিদের স্বাক্ষরের পর মীর কাসেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর এ মামলার বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতিদের স্বাক্ষরের পর ওইদিনই লালকাপড়ে মোড়ানো তার মৃত্যুপরোয়ানা কারাগারে পাঠানো হয়। ইতিমধ্যে সেই মৃত্যুপরোয়ানা তাকে পড়ে শোনানো হয়েছে। মানবতাবিরোধী অপরাধ মামলায় রিভিউ আবেদনই বিচারিক প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। এই আবেদনের নিষ্পত্তির আগে দণ্ড কার্যকর করা যাবে না। রিভিউ নাকচ হলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন মীর কাসেম।
শিরোনাম
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
- সীমান্তে তারকাঁটার বেড়া কর্তনের সময় গরু চোরাকারবারী আটক
রিভিউ আবেদন মীর কাসেমের
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর