গুলশানে নিহত হওয়ার প্রায় পাঁচ মাস আগে থেকেই জঙ্গি নিবরাস ইসলামের খবর জানত পুলিশ। একই সময়ে বিষয়টি আদালতকেও অবহিত করা হয়। এ বিষয়ে ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলাও করে পুলিশ। মামলা নম্বর-১২(২)১৬। মামলার বাদী গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাশার। ওই মামলার মোট ১২ জন আসামির মধ্যে নিবরাসও একজন। ওই মামলার গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে নিবরাসসহ অন্যদের বিষয়ে খোঁজ পায় পুলিশ। জানতে পারে তাদের পরিকল্পনার কথাও। সেই পরিকল্পনার মধ্যে ছিল ঢাকার শিশু পার্কসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলার পরিকল্পনার কথাও। তবে এটুকুতেই সার। এ সম্পর্কে বিস্তারিত আর জানার চেষ্টা করেনি পুলিশ। আর সেই কারণেই গুলশান ট্র্যাজেডির মতো একটি ভয়াবহ ঘটনা ঘটতে পেরেছে, যাতে সংশ্লিষ্টদের মধ্যে একজন সেই নিবরাস ইসলামই। যিনি ওই ঘটনায় ২ জুলাই সকালে পরিচালিত সেনাবাহিনীর কমান্ডো অভিযানে নিহত হন। মামলার নথিতে বলা হয়, ঢাকার শাহবাগ থানা ও রমনা থানা এলাকার ইসলামী জঙ্গি গ্রুপের ১০-১২ জন সদস্য শাহবাগ থানাধীন শিশুপার্কের আশপাশে অবস্থান করে নিকটবর্তী কোনো সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলার জন্য একত্রিত হতে পারে বলে ওই মামলায় বলা হয়। ওই তথ্যের বিষয়বস্তু নিজেদের মধ্যে আলোচনা করি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে তাদের পরামর্শ গ্রহণ করি। উক্তরূপ অভিযানের জন্য আরও অফিসার ফোর্সের প্রয়োজনীয়তার বিষয়টি জানালে ৯ ফেব্রুয়ারি দুপুরে আরও ফোর্স নিয়ে শাহবাগ থানাধীন শিল্পকলা একাডেমির সামনে অভিযানে যাই। এ সময় আমরা জানতে পারি যে, ওই জঙ্গি গ্রুপের সদস্যরা শাহবাগ থানাধীন ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট ভবনের মূল গেটের পাশে অবস্থান করছে। পরে সেখানে ফুটওভার ব্রিজের নিচে গেলে আমাদের উপস্থিতি টের পেয়ে ছয়-সাতজন যুবক দৌড়ে পালানোর সময় তিনজনকে আটক করা হয়। বাকি তিন-চারজন পালিয়ে যায়। এ সময় উপস্থিত লোকেদের সামনে জিজ্ঞাসাবাদে আটককৃত যুবকরা তাদের পরিচয় জানায়। তাদের নাম-ঠিকানা হলো—১. রাইয়ান মিনহাজ ওরফে রাইয়ু ওরফে আরমিন পিতা মিনহাজ উদ্দিন আহমদ। সাং ৩১/১ মধ্য বাসাবো, সবুজবাগ, ঢাকা। বর্তমান ঠিকানা—সেঞ্চুরি টাওয়ার, সেঞ্চুরি মার্কেটের পিছনে, ওয়ারলেস গেট, মগবাজার, ঢাকা। ২. আহমেদ শাম্মুর রাইহান ওরফে চিলার, পিতা মৃত মফিজউদ্দিন আহমেদ, সাং শাহবাজপুর, থানা-সরাইল, জেলা ব্রাহ্মণবাড়িয়া। বর্তমান ঠিকানা-১০৪/১/ক, বড় মগবাজার, অগ্রণী অ্যাপার্টমেন্ট, এ-১, রমনা, ঢাকা। ৩. তৌহিদ বিন আহমেদ ওরফে রিয়াজ ওরফে কাচ্চি। পিতা শহীদুল্লাহ আহমেদ। সাং- রামকৃষ্ণপুর, থানা বাঘারপাড়া, জেলা যশোর। বর্তমান ঠিকানা— বাড়ি-৯৯, রোড-১৩, ব্লক-ডি, বনানী, ঢাকা। উক্ত স্থানের আশপাশে আরও আট-নয়জন সদস্য ছিল। তারা কৌশলে পালিয়ে যায়। তাদের সঙ্গী ও পলাতকদের নাম নিবরাস ইসলাম ওরফে শিমু (২৪), সেজাদ রউফ ওরফে অর্ক ওরফে মরক্কো (২৪), তৌসিফ (২৪), শাবাব সালাউদ্দিন ওরফে হক ওরফে হনু, সালভী আলী ওরফে মালাবী (২৫), রিফাত (২৫), তুরাজ (২৮), ইয়াসীন তালুকদার ২৬), গালিব (২৭) বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলার নথিতে আরও বলা হয়, গ্রেফতারকৃত আসামিদের তাত্ক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা ঢাকা শহরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা এবং ষড়যন্ত্র করার জন্য জমায়েত হয়েছিল বলে জানায়। এ ছাড়া সাক্ষীদের সামনে আসামিদের দেহ তল্লাশি করলে আসামিদের কাছ থেকে জঙ্গি কার্যক্রমে ব্যবহৃত ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ডডিস্ক, জিহাদি বইসহ অন্যান্য মালামাল উদ্ধার করে জব্দ তালিকা করা হয়। আসামিদের ই-মেইল আইডি, ফেসবুক ও টুইটার আইডিসহ বিভিন্ন প্রযুক্তি বিশ্লেষণ করলে তাদের জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে ব্যাপক তথ্য পাওয়া যাবে বলে প্রতীয়মান হয়।
শিরোনাম
- যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গিয়ে বিপদে অ্যাঞ্জেলিনা
- সংগীতের ইতিহাসে নতুন অধ্যায়, পর্দায় ফিরছেন মাইকেল জ্যাকসন
- ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
- কীভাবে চালু করবেন ফোনে ভিওএলটিই ফিচার
- ধ্বংসস্তূপে পরিণত ফিলিপাইন, এবার বিপর্যয়ের মুখে ভিয়েতনাম
- ইরানে ইসরায়েলি হামলায় জড়িত থাকার কথা স্বীকার করলেন ট্রাম্প
- এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
জঙ্গি নিবরাসের খবর আগেই জানত পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাজাখস্তান
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচ: আর্জেন্টিনার স্কোয়াডে মেসি, নেই মার্তিনেজ
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে