উগ্রবাদ-সন্ত্রাসবাদসহ বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে যুক্তরাজ্যের ‘হাউস অব কমন্সে’ আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ পর্যায়ের সেমিনারে বিনা নিমন্ত্রণে উপস্থিত হয়েছিলেন জামায়াতের এক নেতা। পরে তাকে বের করে দেওয়া হয়। গতকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় লন্ডনে হাউস অব কমন্সে এ সেমিনার শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ব্রিটিশ এমপি আন মেইন। অসুস্থতার কারণে লন্ডন সফরে থাকলেও এই বৈঠকে যোগ দিতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগের পক্ষে সেমিনারে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। অন্যদিকে মির্জা ফখরুলের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী। ‘বাংলাদেশের উন্নয়ন ও আইনের শাসন’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেন লর্ড কার্লিসল নামে এক ব্রিটিশ এমপি। এতে প্রধান বক্তা ছিলেন সিমন ডানসিক। সেমিনারে আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাংলাদেশে জঙ্গিবাদ উত্থানের পেছনে বিএনপি-জামায়াত জড়িত। বিগত বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়। জামায়াত একটি জঙ্গিবাদী সংগঠন। সেমিনারে বিনা নিমন্ত্রণে অংশ নেওয়া জামায়াতের ইউরোপ শাখার কনভেনার আবু বকর মোল্লা নানা যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সেমিনারে জামায়াত এলো কীভাবে। তারা কি আমন্ত্রিত? এ সময় সেমিনারের সভাপতি ব্রিটিশ এমপি আন মেইন তাকে বের করে দেন। পরে সেমিনার শুরু হলে বিএনপির পক্ষ থেকে বলা হয়, আজকে দেশে গণতন্ত্রহীনতার জন্য দায়ী আওয়ামী লীগ। জঙ্গিবাদের জন্য আওয়ামী লীগকেই দায়ী করা হয়। সেমিনারে বিএনপির পক্ষ থেকে বেশ কিছু তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। পরে সভাপতি আন মেইন তার বক্তব্যে গুলশানে জঙ্গি হামলাসহ বাংলাদেশের চলমান অস্থিতিশীল রাজনীতিতে দলমতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সেমিনারে আওয়ামী লীগের অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা মশিউর রহমান, ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ এবং জাতীয় পার্টি নেতা ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। অন্যদিকে বিএনপির পক্ষে আমীর খসরু মাহমুদ ছাড়াও চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, সহ-আইনবিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও ব্যারিস্টার রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। এদিকে লন্ডন সফরে গেলেও অসুস্থতার কারণে সেমিনারে যোগ দিতে পারেননি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রায় তিন ঘণ্টা হাসপাতালে থাকার পর তিনি এখন হোটেলেই অবস্থান করছেন। সেখানে তার সঙ্গে সার্বিক যোগাযোগ রাখছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ফোনে মহাসচিবের সঙ্গে কথা বলে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। সোমবার রাতে হাউস অব কমন্সে ব্রিটিশ দুই এমপির সঙ্গে বৈঠকের পর কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে সাক্ষাতের জন্য যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাকে সেন্ট থমাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছুটে যান তারেক রহমান। এ ছাড়া যুক্তরাজ্য বিএনপি নেতা মুয়িদুর রহমান, এম এ মালেক, মুশফিকুল ফজল আনসারীসহ অন্য নেতারাও মির্জা ফখরুলের খোঁজখবর নেন।
শিরোনাম
- ভারতের রাজ্যসভার মনোনীত সাংসদের তালিকায় চার বিশিষ্ট নাগরিক
- জামিন পেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
- জুলাই শহীদদের স্মরণে খাবার বিতরণ করল শুভসংঘ বেরোবি শাখা
- অন্নদা স্কুলের দেড়শ বছর উদযাপনের কার্যক্রমের উদ্বোধন
- রাজধানীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
- ভালুকায় যৌথ অভিযানে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
- চলে গেলেন দক্ষিণের কিংবদন্তি অভিনেতা কোটা শ্রীনিবাস রাও
- যে কারণে কমেডিয়ান রোজির নাগরিকত্ব কেড়ে নিতে চান ট্রাম্প
- বনানীতে সড়ক অবরোধ সিএনজি চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
- শাহীন ডাকাত বাহিনীর ক্যাশিয়ার ইকবালসহ গ্রেফতার ২
- মিটফোর্ডে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
- সারা দেশে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি
- এনবিআরের আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেওয়ার ষড়যন্ত্র ছিল: জ্বালানি উপদেষ্টা
- সাবেক এমপি নদভীর পিএস গ্রেফতার
- অস্ট্রেলিয়াকে অল্পেই গুঁড়িয়ে দিয়ে স্বস্তিতে নেই উইন্ডিজও
- ঝিনাইদহে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, আটক ৪
- এ সপ্তাহে বড় ধরনের অগ্রগতি ঘটাতে চায় কমিশন : আলী রীয়াজ
- ইউক্রেন যুদ্ধ: রাশিয়ার যেকোনও কাজের প্রতি নিঃশর্ত সমর্থনের ঘোষণা কিমের
- ত্বকের ক্ষতি করতে পারে যেসব খাবার
- দেখার কেউ নেই শাবির অর্ধকোটি টাকার টেনিস কোর্ট
লন্ডনে বৈঠকে দুই দলের নেতারা, বের করে দেওয়া হলো জামায়াত নেতাকে
নিজস্ব প্রতিবেদক ও লন্ডন প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর