সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০১৬ ০০:০০ টা

মান্নার জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক

মান্নার জামিন স্থগিত

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার জামিন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে গতকাল প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ আদেশ দেয়। এর আগে ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্রের মামলায় হাইকোর্ট থেকে জামিন পান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন আইনজীবী ইদ্রিসুর রহমান। ২০১৫ সালে মান্নার সঙ্গে বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও অজ্ঞাত এক ব্যক্তির ফোনালাপের দুটি অডিও ক্লিপ প্রকাশের পর ওই বছরের ২৫ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেফতার করে পুলিশ। সেনা বিদ্রোহের উসকানি দিয়ে সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগে ওই বছর ২৪ ফেব্রুয়ারি গুলশান থানায় মান্নার বিরুদ্ধে একটি মামলা হয়। একই বছর ৫ মার্চ রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে গুলশান থানায় আরেকটি মামলা হয়। এর মধ্যে ৩০ আগস্ট রাষ্ট্রদ্রোহের মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। গতকাল সেই জামিন স্থগিত করা হয়েছে।

সর্বশেষ খবর