দেশের প্রচলিত আইন না মানলে টঙ্গী বিসিক শিল্প নগরীর প্লাস্টিক প্যাকেজিং পণ্য তৈরির কারখানা টাম্পাকোর চেয়েও বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট স্থপতি মোবাশ্বের হোসেন। তার মতে, রাজউক যথাযথভাবে দায়িত্ব পালন করলে ভবন সংক্রান্ত ৮০ শতাংশ সমস্যার সমাধান হবে। একই সঙ্গে যে কোনো ভবন নির্মাণ শেষে সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে রাজউকের পরিদর্শন করা উচিত বলেও মত দেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সাবেক সভাপতি মোবাশ্বের হোসেন আরও বলেন, রাজউক ও ফায়ার সার্ভিসকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। রাজউকের দায়িত্ব হলো, স্থপতি ও প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের নিয়ে পরিদর্শন শেষে অনাপত্তি সনদ দেবে। এই সনদ পাওয়ার পরই পানি, টেলিফোন, বিদ্যুৎ ও গ্যাসসহ সব ধরনের সংযোগ দেবে বিভিন্ন প্রতিষ্ঠান। এটা যথাযথভাবে পালন করা হলে নিমতলী বা টাম্পাকোর মতো দুর্ঘটনা ঘটত না। সারা দুনিয়াতে এই ধরনের সনদ পাওয়ার পরই কারখানা চালু করা হয়। এটা আমাদের ইমারত নির্মাণ বিধিমালা-২০০৬ এ বলা আছে। যা রাজউক কোনো দিনই বাস্তবায়ন করেনি। তিনি বলেন, রাজউক বিধিমালা বাস্তবায়ন করেনি বলে দুর্ঘটনা ঘটছে। প্রতিটি গাড়িরও প্রতিবছর ফিটনেস সনদ নিতে হয়। কিন্তু ৫ থেকে ১০ কোটি টাকা খরচ করে ভবন নির্মাণের পর সনদ নিতে হয় না। এর চেয়ে অবাস্তব ও অগ্রহণযোগ্য কিছু বিশ্বে নেই। মন্ত্রীরা রাস্তার উল্টো দিক দিয়ে যায়, আইন মানে না। যারা ১০ কোটি টাকা দিয়ে বাড়ি বানায় তারাও আইন মানছে না। রাজউক চেয়ারম্যান কত টাকা বেতন পান, অতএব তাকে বুড়ো আঙ্গুল দেখালে অসুবিধা নাই, তাই চলছে। আইন যে বাস্তবায়ন করতে পারে না, পুলিশের সামনে চুরি হলে— চোর না ধরে, তাহলে পুলিশও আইন মানে না। কারণ, পুলিশের দায়িত্ব চোর ধরা। রাজউক যদি এই সহজ কাজগুলো না করে, তাহলে দুর্ঘটনা ঘটবে। আর হায়হুতাশ বাড়বে। প্রতিদিনই তাই হচ্ছে। আর আমরা নিমতলীও ভুলে গেছি। আজও নিমতলীর কেমিক্যাল গুদাম সরেনি। স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, প্রচলিত আইন না মানলে টাম্পাকোর চেয়েও বড় বড় ভয়াবহ দুর্ঘটনা ঘটবে। এই ঘটনায় আমি মালিককে পুরোপুরি দায়ী করি না। একটা মালিককে যদি আইনের মধ্যে না আনা যায়, তবে মালিকরা তো এই ধরনের ভুল কাজই করবেন। ওই মালিককে দেখে আরেকজন ভুল করবেন, যার আইন সম্পর্কে কোনো ধারণা নেই। যখন আইন প্রয়োগ করা হবে, তখন সবাই আইন সম্পর্কে জানবে। ইমারত নির্মাণ বিধিমালায় পরিষ্কারভাবে বিষয়টি রাজউককে দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা কখনই রাজউক করে না।
শিরোনাম
- প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন করতে পারবেন, বিশ্বাস বিএনপির: রিজভী
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
আইন না মানলে টাম্পাকো থেকে বড় দুর্ঘটনা ঘটবে
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর