আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের প্রথম লাখ কোটিপতির আসনে উঠে আসছেন মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। এ সময়ে তার সম্পদের পরিমাণ ছাড়াবে এক ট্রিলিয়ন ডলার (১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি)। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক গবেষণায় বলা হয়েছে, ২৫ বছরের মধ্যে প্রথম লাখ কোটিপতি পেতে যাচ্ছে বিশ্ব। আর বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী বিল গেটসই পেতে পারেন সেই আসন। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে ‘অ্যান ইকোনমি ফর দ্য ৯৯%’ শীর্ষক গবেষণায় এ তথ্য জানিয়েছে সংস্থাটি। গবেষণায় দেখা গেছে, ২০০৯ সাল থেকে বার্ষিক ১১ শতাংশ হারে বাড়ছে গেটসের সম্পদের পরিমাণ। আর সেই হিসাবে ৮৬ বছর বয়সে তিনি হতে পারেন বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার। ২০০৬ সালে গেটস যখন মাইক্রোসফট ছাড়েন, তখন তার সম্পদের পরিমাণ ছিল ৫০ বিলিয়ন ডলার (১ বিলিয়ন বা ১০০ কোটি)। ২০১৬ সালে ফাউন্ডেশন ও ট্রাস্টের মাধ্যমে অর্থসম্পদ দাতব্যকাজে লাগানোর পরও গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন ডলার। এ ছাড়া মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাবে, বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৮৪ বিলিয়ন ডলার। প্রসঙ্গত, বিল গেটস দীর্ঘদিনের বন্ধু ওয়ারেন বাফেটের সঙ্গে মিলে ‘গিভিং প্লেজ’ নামের একটি কর্মসূচি চালু করেন। এর মাধ্যমে কোটিপতিদের তাদের সম্পদের কমপক্ষে অর্ধেক অংশ দাতব্যকাজে লাগানোর জন্য উৎসাহ দেওয়া হয়। দাতব্যকাজে অর্থ ব্যয় করার পরও দীর্ঘদিন ধরে শীর্ষ আসনে রয়েছেন গেটস। অনুমিত বিশ্লেষণে অক্সফামের গবেষকরা গেটসের সম্পদের প্রবৃদ্ধি ধরেছেন বার্ষিক ১১ শতাংশ হারে। তারা বলছেন, ধনীদের আরও ধনী হতে খুব বেশি কষ্ট করতে হয় না। দাভোসে আরেক গবেষণায় অক্সফাম জানায়, বিশ্বের শীর্ষ আট ধনীর সম্পদের পরিমাণ বিশ্বের অর্ধেক মানুষ, অর্থাৎ ৩৬০ কোটি মানুষের মোট সম্পদের সমান। সেই আটজনের তালিকায় রয়েছেন বিল গেটস, স্প্যানিশ ব্যবসায়ী অ্যামানসিও ওর্তেগা (৬৭ বিলিয়ন ডলার), মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট (৬০.৮ বিলিয়ন ডলার), মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম (৫০ বিলিয়ন ডলার), ই-কমার্স ওয়েবসাইট আমাজনের প্রধান জেফ বেজস (৪৫.২ বিলিয়ন ডলার), ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (৪৪.৬ বিলিয়ন ডলার), সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন (৪৩.৬ বিলিয়ন ডলার) ও নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ (৪০ বিলিয়ন ডলার)।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
বিশ্বের প্রথম লাখ কোটিপতি হবেন বিল গেটস
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর