সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগের মতলব ভালো না : খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগের ‘মতলব ভালো না’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।

সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিজয়ী বিএনপিপন্থি আইনজীবী প্যানেলের নেতাদের সৌজন্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে খালেদা জিয়া বলেন, আগামী নির্বাচন নিরপেক্ষ করার চিন্তাভাবনা থাকলে তারা (আওয়ামী লীগ) নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করত। এ রকম বিতর্কিত লোককে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিত না। যেহেতু নির্বাচন নিয়ে তাদের আলাদা পরিকল্পনা রয়েছে, সেহেতু এ রকম বিতর্কিত একজন লোককে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দিয়েছে। এ নিয়োগ দেখেই বোঝা যায়, তাদের মতলব ভালো না। গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ‘এ নিয়ে তারা (আওয়ামী লীগ) পাঁচ দফা দাম বাড়াল। তারা শুধু মূল্যবৃদ্ধিই করছে, কিন্তু ঠিকমতো গ্যাস দিতে পারছে না। গ্যাসের চাপ এত কম যে অনেক এলাকায় রান্নাবান্না বন্ধ করে বসে থাকতে হচ্ছে। এসব নিয়ে আমাদের কথা বলতে হবে। কর্মসূচি দিতে হবে।’ সভায় বিএনপি মহাসচিবসহ ঢাকা বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর