মঙ্গলবার, ৭ মার্চ, ২০১৭ ০০:০০ টা

লঙ্কা মিশনে মাঠে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

যে কোনো উইকেটে খেলার জন্য প্রস্তুত বাংলাদেশের ক্রিকেটাররা। তাই শ্রীলঙ্কার উইকেট কেমন হবে তা নিয়ে মাথা ব্যথা নেই। তবে বাংলাদেশকে ভাবাচ্ছে শ্রীলঙ্কার গরম। অধিনায়ক মুশফিকুর রহিম মনে করেন, গলের উইকেট নয়, সেখানকার গরমই তাদেরকে নাজেহাল করে দিতে পারে। তারপরেও সব রকম প্রস্তুতি নিয়েই শ্রীলঙ্কার বিরুদ্ধে আজ গলেতে প্রথম টেস্ট খেলতে মাঠে নামবেন টাইগাররা। সব শেষ ২০১৩ সালে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। ওই টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। এছাড়া আশরাফুল ও নাসির হোসেন করেছিলেন সেঞ্চুরি। সেই ইনিংসে বাংলাদেশ ৬৩৮ রান করেছিল। যা টেস্টের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের ইনিংস। সেই সুখস্মৃতি আজ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে মুশফিকদের কাছে। তবে গলের উইকেট এখন আর ব্যাটিং স্বর্গ নয়! ব্যাটসম্যানদের জন্য সুবিধা থাকলেও প্রথম দুই দিন পেসাররা দাপট দেখান, আর পরের তিন দিন স্পিনাররা দেখান ঘূর্ণি জাদু। সব চিন্তা মাথায় রেখে আজ সকালে উইকেটের কন্ডিশন দেখে একাদশ নির্বাচন করবেন মুশফিক। শ্রীলঙ্কার এই দলে অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার নেই বললেই চলে। তবে তরুণরাই ভয়ঙ্কর। সতীর্থদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন টাইগার দলপতি, ‘হোম কন্ডিশনে কিভাবে ফল বের করতে হয় সেটা খুব ভালো করে জানে লঙ্কানরা। আমাদের মাথায় রাখতে হবে, শ্রীলঙ্কা কিন্তু নিজেদের মাঠে অস্ট্রেলিয়াকে ৩-০তে হারিয়েছে। আমাদের সামনে কঠিন সময় অপেক্ষা করছে।’

সর্বশেষ খবর