রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা

দেশ এখন ধর্মনিরপেক্ষ

শ্রীমঙ্গল প্রতিনিধি

দেশ এখন ধর্মনিরপেক্ষ

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ত্রিশ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে বিশ্বাসের ওপর ভর করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম মাঝে সেই বিশ্বাসের কিছুটা বিচ্যুতি হয়েছিল। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি তাতে ধর্মনিরপেক্ষতার কথা পরিষ্কার বলা আছে। তিনি বলেন, আর শুধু নিরপেক্ষতা বললেই ধর্মনিরপেক্ষতা হয় না, তার সঙ্গে আমাদের গণতন্ত্রের যে বিধান, আইনের শাসনের যে বিধান, জনগণের অধিকার, এসবের যদি প্রকৃত স্বাধীনতা না থাকে, নিরপেক্ষতা না থাকে, তাহলে ধর্ম নিরপেক্ষতার কোনো মূল্য থাকে না। এসব বিষয়ের প্রতি যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি যে, বাংলাদেশ এখন কিন্তু সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র। স্বাধীনতার পরে কিছুদিন যে বিচ্যুতি হয়েছিল এবং যেসব অগণতান্ত্রিক সামরিক শাসনের বিধান রেখে গিয়েছিল, আবার গণতান্ত্রিক সরকার আসার পর আমাদের বিচার বিভাগ সেগুলোকে বাতিল করে দিয়েছে। গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রভু প্রাণকিশোর সেবা পরিষদের উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়া প্রাঙ্গণে গৌরপূর্ণিমা তিথি ও দোলপূর্ণিমা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ত্রয়োদশ নিত্যানন্দ বংশবতাংশ প্রভুপাত শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মো. শাহ জালাল, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বেরুল ইসলাম, অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর