বুধবার, ১১ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন : কাদের

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সরকারের কোনো ষড়যন্ত্র কিংবা উদ্দেশ্য নেই। গ্রেফতারি পরোয়ানা সরকার জারি করে না, করে আদালত। এবারও খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেছে। বিএনপিই প্রায় সময়ে আদালত নিয়ে একেক সময়ে একেক ধরনের কথা বলে। এই সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। গতকাল নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা টোল প্লাজায় ওজন স্কেল মেশিনের লোড আনলোড কার্যক্রম পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, সোমবার কুমিল্লার একটি আদালত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করে। কাদের বলেন, যখন ষোড়শ সংশোধনীর রায় দেয় তখন বিএনপি বলে বিচার বিভাগ স্বাধীন। আদালতের কোনো আদেশ বা রায় যখন সরকারের বিরুদ্ধে যায় তখন বিএনপির খুশি রাখার জায়গা থাকে না। আবার কোনো রায় বা আদেশ যখন তাদের বিরুদ্ধে যায় তখন তারা আদালতের রায়ের বিরুদ্ধে প্রতিবাদে বিক্ষোভ করে। আবার তাদের বিরুদ্ধে যখন রায় বা আদেশ যায় তখন সেটা সরকারের হস্তক্ষেপ। আদৌ সরকার এসব ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। মন্ত্রী বলেন, আগামী ১ নভেম্বর থেকে মহাসড়ক রক্ষায় ওজন স্কেলের নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এতে কোনো ছাড় দেওয়া হবে না। অতিরিক্ত মাল বোঝাই কোনো ট্রাক বা লরি রাস্তায় চলতে দেওয়া হবে না।

মালিক শ্রমিক নেতাদের মন্ত্রণালয়ে ডেকে এনে সরকারের এ কঠোর সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। কিন্তু এরই মধ্যে রাস্তার অনেক ক্ষতি হয়ে গেছে। আগামী বছরে এই রাস্তা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। রাস্তা যদি না থাকে তবে যানবাহন কোথায় চালাবেন এ বিষয়টি মালিক শ্রমিকদের অনুধাবন করা উচিত। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন সড়ক পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হুমায়ন কবির মজুমদার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনসহ সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সর্বশেষ খবর