খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ইভিএমের ভোটে একটিতে নৌকা অন্যটিতে ধানের শীষের বিজয় হয়েছে। এই দুই কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী খালেক পেয়েছেন মোট ৭৭৭ ভোট। আর বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ৭১০ ভোট পেয়েছেন। এরমধ্যে সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআইয়ের জসিম উদ্দিন হোস্টেলের অস্থায়ী কেন্দ্রে ভোট নেওয়া হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে। যন্ত্রে ভোট হওয়ায় এ দুই কেন্দ্রে গণনার ঝমেলা ছিল না। নিয়মমাফিক সব আনুষ্ঠানিকতা শেষ করে আধা ঘণ্টার মধ্যেই ফলাফল প্রকাশ করেন দুই প্রিজাইডিং কর্মকর্তা। সোনাপোতা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ জানান, তার কেন্দ্রে ১০৯৯ জন ভোটারের মধ্যে ৫২২ জন ভোট দিয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ প্রার্থী তালুকদার আবদুল খালেকের নৌকা প্রতীক পেয়েছে সর্বোচ্চ ২৭২ ভোট। এ কেন্দ্রে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর ধানের শীষ প্রতীক পেয়েছে ১৯৯ ভোট। মেয়র পদের বাকি তিন প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এস এম শফিকুর রহমান লাঙ্গল প্রতীকে ১৩ ভোট; সিপিবির প্রার্থী মিজানুর রহমান বাবু কাস্তে প্রতীকে ৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজ্জাম্মিল হক হাতপাখা প্রতীকে ৩২ ভোট পেয়েছেন। পিটিআইয়ের জসিম উদ্দিন হোস্টেলের অস্থায়ী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মামুন সরদার জানান, তার কেন্দ্রে ১৮৭৯ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১০৯৫ জন। এ কেন্দ্রে মঞ্জুর ধানের শীষ প্রতীক পেয়েছে ৫১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেকের নৌকা পেয়েছে ৫০৫ ভোট। এ ছাড়া লাঙ্গল ১১ ভোট; কাস্তে ৭ ভোট এবং হাতপাখা প্রতীক ৪৩ ভোট পেয়েছে এ কেন্দ্রে। ইভিএমের কেন্দ্রের ফলাফল অনুযায়ী সোনাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪৭ শতাংশ এবং জসিম উদ্দিন হোস্টেলের অস্থায়ী কেন্দ্রে ৫৮ শতাংশ ভোট পড়েছে।
শিরোনাম
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
ইভিএমে একটি নৌকা অন্যটিতে ধানের শীষ জয়ী
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর