শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে সরার হুমকি ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

বিশ্ব বাণিজ্য সংস্থা থেকে সরার হুমকি ট্রাম্পের

বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) থেকে বেরিয়ে আসার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংস্থাটি যদি যুক্তরাষ্ট্র নিয়ে তাদের অবস্থান পরিবর্তন না করে, তবে সরে আসাই শ্রেয় মনে করবে যুক্তরাষ্ট্র। বিবিসির অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্থানীয় সময় বৃহস্পতিবার ব্লুমবার্গ নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অর্থনৈতিক ওই জোট থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার কথা বলেন। তিনি বলেন, ‘যদি তারা অবস্থান পরিবর্তন না করে, আমি ডব্লিউটিও থেকে সরে আসব।’ বিশ্বের বাণিজ্য-সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য দূর করার লক্ষ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব বাণিজ্য সংস্থা। ১৬৪টি দেশ এর সদস্য। সুইজারল্যান্ডের জেনেভায় সদর দফতর। ডব্লিউটিও যুক্তরাষ্ট্রের প্রতি বিরূপ মনোভাব ট্রাম্পের শুরু থেকেই। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রতি অসৌজন্যমূলক আচরণ করছে সংস্থাটি। গত বছর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেন, ‘ডব্লিউটিও থেকে যুক্তরাষ্ট্র বাদে সবাই সুবিধা পায়। আমরা ডব্লিউটিওতে কোনো মামলায় জিততে পারি না।’ সম্প্রতি ওয়াশিংটন ডব্লিউটিওর বিরোধ নিষ্পত্তি পদ্ধতিতে নতুন বিচারকের নির্বাচনকে স্থগিত করেছে। যার ফলে সংস্থাটির বিচারব্যবস্থা অচল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লিথিজার অভিযোগ, মার্কিন সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে সংস্থাটি।

সর্বশেষ খবর